পথ কুকুরকে বাঁচাতে দুর্ঘটনার কবলে অটো, গুরুতর যখম অটো যাত্রী।

পথে এক কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক অটো, যখম হন ৭ জন অটো যাত্রী। চিকিৎসার জন্য তাদেরকে আনা হয় দ্বারিক নগর গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার মদনগঞ্জ ও মদনগঞ্জ গার্লস হাই স্কুলের মাঝে। বকখালি থেকে ৭ জন যাত্রী নিয়ে আসার সময় অটোর সামনে এসে পড়ে একটি কুকুর। অবলা এই প্রাণীটাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অটোচালক। দ্রুত গতিতে আসা অটোটি হঠাৎ ব্রেক কষলেই উল্টে যায় যাত্রীসহ অটোটি। স্থানীয় মানুষ এসে তাড়াতাড়ি ওই আহত ব্যক্তিদের উদ্ধার করে এবং তাদের দ্বারিক নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। 



৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা অবনতি হয় দেখে তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ৪ আহত ব্যক্তিদের মধ্যে আছে একটি শিশু দুইজন মহিলা ও একজন পুরুষ। ঘটনাস্থলে আসেন নামখানা থানার পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। পরে এই চারজনের অবস্থার অবনতি দেখে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাদের স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। 


স্টাফ রিপোর্টার মুন্না সরদার





Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours