জলসার গান শুনতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের গুরুতর জখম এক।পাঁচখেলা থেকে পলাশীতে জলসা যাবার পথে কালীগঞ্জ থানার মীরা ১নং গ্রাম পঞ্চায়েতে পলাশী বেতাই রোডে পলাশী P.W.D মোড়ের কাছে একটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরিতে একটি বাইক ধাক্কা মারে।ওই বাইকে ছিল 3 জন আরোহী। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় বলে জানা যায়।স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশী মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলে চিকিত্সক দুইজন কে মৃত বলে জানায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। মৃত দুই যুবকের নাম আব্দুল মোমিন আহমেদ,বয়স প্রায়২৩বছর ও সেলিম আক্তার মন্ডল,বয়স প্রায় ২১বছর, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours