বাঁকুড়া জেলার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে তিলুড়ী অগ্রগণ্য। এলাকার বিভিন্ন ছাত্র, ছাত্রী এখানকার ও পার্শ্ববর্তী বিদ্যালয় গুলি থেকে যথেষ্ট ভালো ফল করে পাঠ রত।

কিন্তু দীর্ঘদিন সরকারী স্কুল ,কলেজ করোনা র জন্য বন্ধ থাকায় অনেক পড়ুয়ার পড়া শোনার ক্ষেত্রে ঘাটতি হচ্ছে, মনোসংযোগে ব্যাঘাত ঘটছে তাদের।

গৃহ বন্দী অবস্থায় তাদের একঘেয়েমি জীবন ও নিয়মিত শিক্ষা গ্রহননের জন্য তাই পড়ুয়াদের কথা বিবেচনা করে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রামে এ, বি, টি, এ এবং এ, বি, পি, টি, এ এর উদ্যোগে এবং যুব সংগঠন ও এলাকার মানুষের সহযোগিতায় শুরু হয় অসময়ের পাঠ শালা।

শিক্ষক কল্যাণী প্রসাদ কুম্ভ কার, নন্দ দুলাল বাউরি এবং রাম কানাই গরাই জানান, সপ্তাহে তিনদিন এই পাঠ শালা চলছে।
৬০ জনের বেশি ছাত্র, ছাত্রী এখানে পাঠ গ্রহণ করছেন।
সম্পূর্ণ বিনামূল্যে এই পাঠ দান করা হচ্ছে।

ছাত্র, ছাত্রী রা এই পাঠ শালায় অংশগ্রহণ করে শিক্ষা নিতে পেরে খুশি বলে জানায়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours