#ধিক-#ধিক-#ধিক্কার

বিজেপির ক্রমাগত মিথ্যাচার  এবং সর্বোপরি সাগর ব্লক  বি-জে-পি র  পেশী শক্তির আস্ফালন ও উস্কানিতে গত ইংরেজি ২০/১১/২০২০ তারিখ শুক্রবার রুদ্রনগর বাজারে বঙ্গ বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ এবং সাগরের মানবিক বিধায়ক ও আদর্শ শিক্ষক মাননীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় কে উদ্দেশ্য করে যে  কুৎসা,
ব্যক্তি চরিত্র হননকারী মন্তব্য এবং উদ্ধত্যপূর্ণ অশালীনতা প্রদর্শন করা হয়েছিল তারই বিরুদ্ধে  আজ ইংরেজি ২১/১১/২০২০  তারিখ শনিবার সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সৌজন্যে, রুদ্রনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রুদ্রনগরে সংঘটিত হলো ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক মাননীয় শ্রী বঙ্কিম চন্দ্র হাজরা মহাশয়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মাননীয় শ্রী মহিতোষ দাস মহাশয়, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী রাজেন্দ্রনাথ খাঁড়া মহাশয়, সহ সাগরব্লক ও আঞ্চলিক স্তরের অন্যান্য নেতৃত্ববৃন্দ,
এদিকে তৃণমূল কংগ্রেসের ডাকে মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েত ও মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বুদ্ধদেব গাউনিয়ার ও অলোকা মন্ডলের নেতৃত্বে সাগরের মুড়িগঙ্গা বাজারে বিশাল ধীক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল,



ওই মিছিলে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ভীড় জমিয়েছিলেন,
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours