শনিবার সকালেই জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের মুম্বইয়ের ফ্ল্যাটে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদিন তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই এনসিবির ব্যালাড এস্টেট অফিসে নিয়ে যাওয়া হয়।
হাইলাইটস
দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও জেরার পর গ্রেফতার করা হল কমেডিয়ান ভারতী সিং-কে।
গোপন সূত্রের খবর পেয়েই ভারতী সিংয়ের আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে তল্লাশি চালায় জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের এনসিবির একটি দল।দ্য কপিল শর্মা শো-তে একটি কমেডি রোলে অভিনয়ের কাজ করছেন।
এই সময় বিনোদন ডেস্ক:
দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও জেরার পর গ্রেফতার করা হল কমেডিয়ান ভারতী সিং-কে। মুম্বইতে শনিবার নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসে দীর্ঘ সময় ধরে ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জেরা করেন গোয়েন্দারা। সূত্রের খবর, দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। তাঁদের বাড়ি থেকে গাঁজাও উদ্ধার হয়েছে। ভারতীকে গ্রেফতার করা হয়েছে, হর্ষকে এখনও জেরা চলছে। শনিবার সকালেই জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের মুম্বইয়ের ফ্ল্যাটে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, ভারতী ও হর্ষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগ। এদিন তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই এনসিবির ব্যালাড এস্টেট অফিসে নিয়ে যাওয়া হয়।এই খবর ছড়িয়ে পড়তেই বলিউডের মাদকযোগ মামলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়েই ভারতী সিংয়ের আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে তল্লাশি চালায় জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের এনসিবির একটি দল। ভারতী সিংয়ের বাড়ি ছাড়াও শহরের আরও তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।
দ্য কপিল শর্মা শো-তে একটি কমেডি রোলে অভিনয়ের কাজ করছেন। পাশাপাশি একটি নাচের রিয়ালিটি শোতেও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন কমেডি ক্যুইন ভারতী ও তাঁর স্বামী হর্ষ। কমেডি মঞ্চে তো বটেই, ঝলক দিখলা যা, নাচ বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা গিয়েছে ভারতীকে। ভারতীয় টেলিভিশনে ভারতীর মুখ অতিপরিচিত। ২০১৭ সালে, ৩ ডিসেম্বর ভারতী সিংয়ের সঙ্গে চিত্রানাট্যকার হর্ষ লিম্বাচিয়ার বিয়ে হয়।
এর আগে, মাদকচক্র যোগে অর্জুন রামপালের নামও জড়িয়েছে। বলিউড অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হানাও দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর প্রেমিকা গ্যাব্রিয়েল দিমেত্রিয়াদেস-সহ অর্জুনকেও তলব করেছিল এনসিবি। সেখানে প্রায় সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। মাদকচক্র যোগে গ্রেফতার হয় অর্জুনের বন্ধু পল বার্টেল। এনসিবি আদিকারিকদের সমনের ভিত্তিতে দক্ষিম মুম্বইয়ের বালার্ড এস্টেটের অফিসে হাজিরা দিয়ে হয়েছিল প্রেমিকা-সহ অর্জুন রামপালকে। প্রসঙ্গত, অর্জুনের বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয়েছে অভিনেতার চালককে। বাজেয়াপ্ত করা হয়েছে অর্জুনের ব্যক্তিগত মোবাইল ফোন-সহ বাড়ির যাবতীয় গ্যাজেটস।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours