ফের বিতর্কে পড়লেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ড ! অবশ্য এতদিনে পুনমের এই বিতর্কে পড়াটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে ৷ফের বিতর্কে পড়লেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ড ! অবশ্য এতদিনে পুনমের এই বিতর্কে পড়াটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে ৷ তবে এবার তাঁর কাণ্ডের জন্য মহিলা বাহিনীর দিক থেকে পুলিশের খাতায় অভিযোগ উঠেছে ৷ তাও আবার কোথায়? গোয়ায় !ব্যাপারটা একটু বিশদে বলা যাক, গোয়ার সৈকতে ঘুরতে গিয়েছিলেন পুনম পাণ্ডে ৷ অভিযোগ অনুযায়ী, সি-বিচের মধ্যেই প্রকাশ্যে রীতিমতো নগ্ন হয়ে পর্ন ছবির শ্যুটিং করছিলেন অভিনেত্রী৷ শুধু তাই নয়, সি-বিচে কর্মরত জেলেদের সামনেই নিজের শরীরের জামা সরিয়ে স্তন দেখিয়ে ছবিও তুলেছেন ৷
পুনমের এই কাণ্ডের বিরুদ্ধেই গোয়ার মহিলা সমিতি অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ তাঁদের অভিযোগ, পুনমের এই কাণ্ডে গোয়ার সংস্কৃতি ও পরিবেশ নষ্ট হচ্ছে ৷ গোটা বিশ্বের কাছে ভুল বার্তা যাচ্ছে ৷
খবর অনুযায়ী, এই অভিযোগের ভিত্তিতেই পুনম পাণ্ডকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷ পুনমের সঙ্গে চলছে জিজ্ঞাসাবাদ ৷ তথ্য প্রমাণ সব দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে গ্রেফতার করা হবে কিনা পুনমকে ৷
Post A Comment:
0 comments so far,add yours