করোনা সংক্রমণ যাতে কোনওভাবেই না ছড়ায় এটাই একমাত্র চিন্তা মুম্বই ইন্ডিয়ান্সের৷
#মুম্বই:  করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী নিজেদের স্বাভাবিক ছন্দ হারিয়েছে৷ এই পরিস্থিতিতে খেলার দুনিয়ায় প্রায় বন্ধ৷ অলিম্পিক্স , টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে একবছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে এয়োদশ পর্বের আইপিএল৷ ক্রিকেটাররা যাতে কোনও ভাবে মারণ রোগের শিকার না হন তার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া হবে৷
প্রচুর ভারতীয় ক্রিকেটার ধীরে ধীরে জড়ো হচ্ছেন মুম্বইতে৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের পাঁচ দফা করোনা পরীক্ষা হবে এমনটাই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট৷  ফ্রাঞ্চাইজিরা মনে করছে বড় তারকারা আগামী সপ্তাহখানেকের মধ্যে দলের সঙ্গে যোগ দেবে৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে MI আধিকারিকরা এই খবর জানিয়েছে৷ যে ক্রিকেটাররা আসবেন তাঁদের জন্য অত্যন্ত কড়াভাবে করোনা ভাইরাস নিয়মবিধি মেনে চলতে হবে৷
 ‘ঘরোয় ক্রিকেটাররা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন৷ যাঁরা আসছেন তাঁদের সকলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ একমাত্র করোনা ভাইরাস পরীক্ষার সময় ঘর থেকে বেরোনোর অনুমতি রয়েছে তাঁদের৷ বাকি সময় পুরোটাই থাকতে হবে হোটেল রুমেই৷  যা যা পরিষেবা লাগবে তা ক্রিকেটারদের রুমেই দেওয়া হবে৷ ’আধিকারিকরা জানিয়েছে,‘ ভারতীয় দলের ক্রিকেটাররা খুব তাড়াতাড়ি এসে দলের সঙ্গে যোগ দেবে৷ তাদের সকলকেও কোয়ারেন্টাইনে যেতে হবে৷ যখন ক্রিকেটাররা কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে ফেলবেন তখন তাঁরা মাঠে অনুশীলন করতে পারবেন৷ ’রোহিত শর্মা থেকে শুরু করে পুরো মুম্বই ইন্ডিয়ান্স দলকেই সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার আগে পাঁচ পর্বে করোনা ভাইরাস টেস্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে৷ আধিকারিকরা জানিয়েছেন, ‘প্রত্যেক ক্রিকেটাররা নিজেদের শহরে ২ বার করে করোনা টেস্টের মধ্যে দিয়ে যাবেন৷ মুম্বই আসার পর তিন পর্বে আরও কোভিড ১৯ টেস্ট হবে৷ তবে যে সব ক্ষেত্রে ক্রিকেটাররা নিজেদের টেস্ট করতে পারবেন না যে সব ক্রিকেটাররা তখন তাঁদের করোনা পরীক্ষা মুম্বইতেই করানো হবে৷ তবে অন্তত একটা পরীক্ষা বাড়ি থেকে করিয়ে তবেই মুম্বইতে আসতে হবে ক্রিকেটারদের৷ ’ .

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours