গঙ্গাসাগরে কৃষকদের মুখে হাসি: বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবনের প্রান্তিক কৃষকদের স্বনির্ভর করতে এক বিশেষ উদ্যোগ নিল সুন্দরবন উন্নয়ন দপ্তর। মঙ্গলবার সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে গঙ্গাসাগরের রুদ্রনগরে কয়েকশো কৃষকের হাতে বিনামূল্যে আধুনিক কৃষি উপকরণ ও যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কৃষকদের হাতে ধান ঝাড়াই মেশিন, অত্যাধুনিক স্প্রে মেশিন, এসি নেট এবং ওল বীজসহ একাধিক সরঞ্জাম তুলে দেন।
প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করা সুন্দরবনের কৃষকরা যাতে উন্নত প্রযুক্তির সাহায্যে চাষবাস করে লাভের মুখ দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। "মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সব সময় কৃষকদের পাশে আছি। এই আধুনিক সরঞ্জামগুলো ব্যবহারের ফলে কৃষকদের শ্রম কমবে এবং ফলন বৃদ্ধি পাবে। সুন্দরবনের কৃষি ব্যবস্থাকে আরও মজবুত করাই আমাদের লক্ষ্য।"
বিনামূল্যে এই সব মূল্যবান যন্ত্রপাতি হাতে পেয়ে খুশি এলাকার কৃষকরা। তাদের মতে, সরকারি এই সাহায্য আগামী মরসুমে চাষের খরচ অনেকটা কমিয়ে দেবে।


Post A Comment:
0 comments so far,add yours