সাগরের ফুটবল ময়দানে বিতর্কের ছায়া: ভাইরাল ভিডিওকে 'ফেক' বলে ওড়ালো তৃণমূল, ধিক্কার সন্দীপ পাত্রের
গত ২৫শে জানুয়ারি, রবিবার গঙ্গাসাগরের বঙ্কিমনগর ভাতৃ সঙ্ঘের পরিচালনায় আয়োজিত ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা তুঙ্গে। মেগা ফাইনালের দিন মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীকে হুডখোলা জিপে নিয়ে মাঠ প্রদক্ষিণ করার সময় "জয় শ্রীরাম" ধ্বনি দেওয়া হয়েছে বলে একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভিডিওটিকে সম্পূর্ণ 'ভুয়ো' বা 'এডিটেড' বলে দাবি করা হয়েছে। এদিন মাঠে অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার এবং স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধী পক্ষ সুপরিকল্পিতভাবে অন্য জায়গার শব্দ ব্যবহার করে এই ভিডিওটি এডিট করেছে যাতে এলাকায় সাম্প্রদায়িক উস্কানি ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায়। এই বিতর্ক প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য তথা জিবিডিএ এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংবাদমাধ্যমকে জানান: "এই খেলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই টুর্নামেন্ট কমিটির মধ্যে যেমন তৃণমূলের লোক আছে, তেমনি বিজেপি ও সিপিএমের কর্মীরাও রয়েছেন। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলা আজ এক বিশাল আকার ধারণ করেছে। গত বছর সায়নী ঘোষ এসেছিলেন, এবার ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছেন।
যারা এই ধরনের নির্লজ্জ ফেক ভিডিও তৈরি করে প্রচার করছে, তারা জীবনে কোনোদিন বড় কিছু করতে পারবে না।" তিনি আরও যোগ করেন যে, সাগরদ্বীপের মানুষের কাছে এই ফুটবল টুর্নামেন্ট একটি আবেগের জায়গা। সেই প্রাণের খেলাকে নিয়ে যারা রাজনীতি করছে, তাদের তীব্র ভাষায় ধিক্কার জানান তিনি। শাসকদলের স্পষ্ট দাবি, সেদিনের অনুষ্ঠানে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিরোধীরা রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এখন প্রযুক্তির অপব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। বিজেপি এই ঘটনাকে 'জনসাধারণের স্বতঃস্ফূর্ত আবেগ' বলে দাবি করলেও, তৃণমূলের পাল্টা যুক্তি—মানুষের এই জমায়েত ছিল নিছকই ফুটবল প্রেম ও প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য, সেখানে কোনো বিশেষ রাজনৈতিক স্লোগান ওঠেনি। সব মিলিয়ে সাগরের খেলার মাঠ এখন রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রবিন্দুতে।


Post A Comment:
0 comments so far,add yours