মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘বাংলার বাড়ি’-তে সাফল্যের মুখ দেখল নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার প্রায় ৪০০টি পরিবারের হাতে বুধবার আনুষ্ঠানিকভাবে বাড়ি তৈরির প্রথম কিস্তির চেক তুলে দেওয়া হলো। 


এতদিন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম থাকলেও, এবার গ্রাহকদের স্বচ্ছতা ও নিশ্চয়তা দিতে সরাসরি হাতে চেক প্রদানের অভিনব সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ।


সরাসরি প্রথম কিস্তির চেক হাতে পেয়ে দীর্ঘদিনের পাকা বাড়ির স্বপ্ন পূরণ হতে চলেছে দেখে শিবরামপুরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া লক্ষ্য করা গিয়েছে। উপভোক্তারা জানিয়েছেন, হাতে চেক পাওয়ায় তাঁরা দ্রুত নির্মাণ সামগ্রী কিনে কাজ শুরু করতে পারবেন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রথম কিস্তির কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।


বুধবার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অর্চনা বারুই মাইতি, উপপ্রধান দেবাশিস দাস এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য অখিলেশ বারুই। এ ছাড়াও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এই প্রক্রিয়ায় তদারকি করেন। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লকে এদিন চেক বিলি করা হলেও, শিবরামপুরের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো।
পঞ্চায়েত কর্তৃপক্ষের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গ্রামবাংলার প্রতিটি মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করতেই এই তৎপরতা। সরাসরি চেক প্রদানের মাধ্যমে উপভোক্তাদের সঙ্গে পঞ্চায়েতের যোগাযোগ আরও নিবিড় হলো এবং দুর্নীতির ফাঁকফোকর বন্ধ করে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হলো।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours