চলছে এসআই আর হেয়ারিং, হেয়ারিং এ আসা মানুষ জনের কাগজ জমা নেওয়ার্র পর রিসিভ না দেওয়ায় ভাঙচুর গ্রাম পঞ্চায়েত সদস্য নেতৃত্বে,পঞ্চায়েত সদস্যের নাম আশিক ইকবাল, নির্দল পঞ্চায়েত সদস্য।
ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুর বোর্ড অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের।
এস আই আর এর নোটিস পেয়ে সকাল থেকে দেখা যায় শতাধিক মানুষের লম্বা লাইন হেয়ারিং এর কাগজ জমা দেওয়ার পর কোন রিসিভ না দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল এলাকা, রিসিভ কেন দেওয়া হচ্ছে না তাই নিয়ে বিতর্ক শুরু,ক্ষিপ্ত লোকজন ভাঙচুর করে বলে বলে অভিযোগ। নির্বাচন আধিকারিকের কাজকর্মে বাধা এবং স্কুলের সম্পত্তি ভাঙচুর করার অভিযোগ এলাকার বিরোধী দলনেতা পবিত্র পাত্রর, তার দাবি এটা শাসকদলের কাজকর্ম শাসকদলের কালচার।
স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিক ইকবাল সরদার এই ভাঙচুরের নেতৃত্ব দেন।
এই ব্যাপারে আশিক ইকবাল এর সঙ্গে ফোনে কথা বলা হলে তিনি জানান নির্বাচন কমিশনারের নিয়ম থাকা সত্ত্বেও কোনরকম রিসিভ দেওয়া হচ্ছে না ঘটনাটি কি বিডিও কে জানান, তবু কোন কাজ হয়নি লাইনে দাঁড়ানো মানুষ যখন জেরক্স কাগজ নিয়ে এসে তারা নিয়ে যান। তিনি কোন ভাঙচুরের মদত দেননি। লাইনে দাঁড়ানো মানুষ তারা অন্যায়ের প্রতিবাদ স্বরূপ ভাঙচুর চালান।তিনি আরো স্বীকার করেন তিনি সক্রিয় তৃণমূলের সমর্থক, এমনকি সাংসদ ঘনিষ্ঠ, তবেই তিনি তৃণমূলের কাছ থেকে টিকিট না পাওয়ায় নির্দল হয়ে যেতেন।
তুমি আরো বলেন মানুষের পাশে ছিলেন মানুষের পাশে আছেন অন্যায়ের প্রতিবাদ তিনি করেছেন। তবে তিনি কোন ভাঙচুর করেন নি সাধারণ মানুষই মানুষের চালিয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours