গঙ্গাসাগরে পুণ্যার্থী বোঝাই গাড়ি উল্টে বিপত্তি: শিশু বাঁচাতে গিয়ে জখম ৫


গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। আজ সকাল ১০টা নাগাদ সাগর থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাটের দিকে যাওয়ার পথে সূর্য বৃন্দা মোড়ের কাছে একটি যাত্রীবোঝাই ‘ম্যাজিক’ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় অন্তত ৫ জন পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে থাকা গাড়িটির সামনে আচমকাই একটি শিশু সাইকেল নিয়ে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক সজোরে ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সাগর কোস্টাল থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মোড়ে কোনও স্পিড ব্রেকার বা বাম্পার না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। বড়সড় বিপদ এড়াতে অবিলম্বে সেখানে বাম্পার বসানোর দাবি জানিয়েছেন তাঁরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours