অল্পের জন্য রক্ষা তিন প্রাণ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অপোক্ত বাড়ি—আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ

সোনারপুরঃ অল্পের জন্য প্রাণে বেঁচে গেল তিনটি মানুষ। মঙ্গলবার দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি অপোক্ত বাড়ি। ঘটনাটি ঘটেছে সোনারপুর–২ গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর পূর্ব ব্রাহ্মণপাড়া এলাকায়, মথুরাপুর প্রাইমারি স্কুলের পিছনে। ভেঙে পড়া বাড়িটিতে বসবাস করতেন পিনাকী ভট্টাচার্য (পিতা: ধীরাজ ভট্টাচার্য), তাঁর স্ত্রী সোমা ভট্টাচার্য ও সন্তান।
জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে বাংলার আবাস যোজনার তালিকাভুক্ত ছিলেন পিনাকী ভট্টাচার্য।
 কিছুদিন আগে সরকারি কর্মচারীদের দ্বারা বাড়ি পরিদর্শনের পর অজ্ঞাত কারণে তাঁর নাম তালিকা থেকে বাতিল হয়ে যায় বলে অভিযোগ। বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়ায় বর্তমানে বাড়ির সামনে ফাঁকা জায়গায় প্লাস্টিক টাঙিয়ে কোনওরকমে থাকছিল পরিবারটি। ঘটনার সময় তাঁরা ঘরের মধ্যেই ছিলেন। দুপুরের দিকে আচমকাই বাড়িটি ভেঙে পড়ে, কোনওরকমে প্রাণে বাঁচেন তাঁরা। সোমা ভট্টাচার্য জানান, ভাড়া দেওয়ার সামর্থ্য নেই বলেই আপাতত অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে। অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে, কাজ না পেলে খাবারও জোটে না। বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তাঁর। প্রতিবেশী শুভঙ্কর কয়াল জানান, বাড়িটি পাকাবাড়ি ছিল না, ইটের উপর কাদা দিয়ে তৈরি। পঞ্চায়েতকে জানানো হলেও সেটিকে পাকাবাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে অভিযোগ।
এ বিষয়ে সোনারপুর–২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন সরদার জানান, কেন তাঁর নাম তালিকা থেকে কাটা গিয়েছিল তা তিনি জানেন না। তবে পিনাকী ভট্টাচার্য প্রকৃত উপভোক্তা বলেই স্বীকার করেন তিনি। নতুন করে তাঁর নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং আপাতত ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, ঘটনাচক্রে আজই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের হাতে বাড়ি তৈরির চেক তুলে দেওয়া হবে। সিঙ্গুর থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুর ব্লক সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েতেও এই উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours