সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত’—এই লক্ষ্যকে সামনে রেখে আজ সকালে সিআইএসএফের উদ্যোগে বন্দেমাতরম কোস্টাল সাইক্লোথন–২-এর সূচনা হল দক্ষিণ ২৪ পরগনার বকখালির উপকূল থেকে। 


সকালেই পতাকা নাড়িয়ে সাইক্লোথনের আনুষ্ঠানিক সূচনা করেন প্রখ্যাত ফুটবলার গৌতম সরকার এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অবসরপ্রাপ্ত সিএমডি পি. আর. হরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইএসএফের আইজি নীলিমা রাণী, ডিআইজি কে. প্রতাপ সিং-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পাশাপাশি ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ড ঘাঁটির আধিকারিকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

এই কোস্টাল সাইক্লোথন আগামী ১লা এপ্রিল কন্যাকুমারিতে গিয়ে শেষ হবে। মোট ২৫ দিনে পূর্ব ও পশ্চিম ভারতের ৯টি রাজ্যের প্রায় ৬,৫০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রতট অতিক্রম করবেন সিআইএসএফের জওয়ানরা। বকখালি থেকে শুরু হওয়া এই অভিযাত্রায় অংশ নিয়েছেন মোট ১৩০ জন জওয়ান, যাঁদের মধ্যে রয়েছেন ৬৫ জন মহিলা জওয়ান।

যাত্রাপথে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি মৎস্যজীবী পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন অভিযাত্রীরা। উপকূলের স্বচ্ছতা রক্ষা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিই এই সাইক্লোথনের মূল উদ্দেশ্য। সাইকেল চালিয়ে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই সিআইএসএফের এই বিশেষ উদ্যোগের প্রধান লক্ষ্য।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours