গঙ্গাসাগর মেলা: দায়িত্ব নিয়েই ময়দানে ' অরবিন্দু কুমার মিনা ভাঙন-প্রবণ এলাকা পরিদর্শনে নতুন জেলাশাসক


আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গঙ্গাসাগরে এলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দকুমার মিনা। দায়িত্বভার গ্রহণের পরেই নতুন প্রশাসনিক প্রধানের এই তাৎপর্যপূর্ণ সফর সাগরমেলার প্রস্তুতিতে এক নতুন মাত্রা যোগ করল।
নামখানা পয়েন্টে অবতরণের পর জলপথে বেনুবন হয়ে গঙ্গাসাগরে পৌঁছান জেলাশাসক। প্রথমেই তিনি মেলার মূল তট এলাকা ও সংলগ্ন গুরুত্বপূর্ণ ভাঙন-প্রবণ অঞ্চলগুলি ঘুরে দেখেন। গত কয়েক বছরে যেসব স্থানে ভাঙন পরিস্থিতি গুরুতর হয়েছে, সেইসব স্থান সরেজমিনে পরিদর্শন করে পরিকাঠামো সুরক্ষার উপর জোর দেন তিনি। এর পাশাপাশি মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টও খতিয়ে দেখা হয়।


জেলাশাসকের এই পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এসপি কোটেশ্বর রাও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি, সাগরের বিডিও কানাইয়া কুমার রায় এবং মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শনের পরে জেলাশাসক একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরাও উপস্থিত ছিলেন।
আলোচনা হয় মেলা সংক্রান্ত নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিষেবা সহ জরুরি বিষয়গুলি নিয়ে। প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রীর সমাগম হয় গঙ্গাসাগরে। তাই জরুরি পরিষেবা যেন দ্রুত তীর্থযাত্রীদের কাছে পৌঁছোয় এবং ভাঙনের প্রভাব মেলা এলাকায় না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। সময় থাকতে সব পরিকাঠামো প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছেন অরবিন্দ কুমার মিনা। তাঁর দায়িত্ব গ্রহণের পরই গঙ্গাসাগরের প্রস্তুতিতে এই তাৎক্ষণিক পদক্ষেপ প্রশাসনিক স্তরে আশার আলো জাগিয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours