হরিণবাড়িতে সিএএ নিয়ে বিশেষ কর্মশালা ও ক্যাম্পের শুভ উদ্বোধন

শুক্রবার সাগর বিধানসভার হরিণবাড়িতে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এবং সিএএ সম্পর্কে বিস্তারিত তথ্য পান।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত চেতনা মঞ্চের সাধারণ সম্পাদক শ্রী অনিমেষ ঘোড়াই এবং সম্পর্ক প্রমুখ শ্রী রণজিত পাল। তাঁদের মূল্যবান বক্তব্য কর্মশালার গুরুত্ব বাড়িয়ে তোলে। এছাড়াও সাগরের বিজেপি নেতৃত্ব থেকে সাতী মিত্র, স্বপন ধাড়া, অরুণাভ দাস, অভিজিৎ সিং, দিলীপ পাল প্রমুখ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
এই সফল কর্মশালার সমাপ্তির পরেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। সাগর বিধানসভায় সিএএ-এর জন্য মোট চারটি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে একটি ক্যাম্প হরিণবাড়িতে অবস্থিত। সেই ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন সীমান্ত চেতনা মঞ্চের সাধারণ সম্পাদক অনিমেষ ঘোড়াই। এই ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সিএএ সংক্রান্ত সব রকম সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours