রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখন SIR-এর মৌখিক বিরোধিতার বদলে রাজনৈতিকভাবে লড়বার পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই দলের কর্মী. সাংসদ, বিধায়কদের লড়বার নির্দেশ দিলেন তিনি। প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরি করতে হবে।
SIR আবহে দলের সাংসদ-বিধায়কদের এবার ওয়ার রুম গড়ার নির্দেশ অভিষেকের
SIR নিয়ে দলীয় বিধায়ক-সাংসদদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
SIR আবহে তৃণমূলের সাংসদ-বিধায়কদের বিশেষ দায়িত্ব। প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম গড়ার জন্য নির্দেশ দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হার্ড কপি ও ডিজিট্যাল লিস্ট মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কোথাও কোনও অসংলগ্ন, কিংবা প্রক্রিয়ায় ক্রটি দেখলে আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন। শুক্রবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক। তাতেই তালিকায় অসঙ্গতি থাকলে আইনি পদক্ষেপের নির্দেশ দেন। পাশাপাশি ১ থেকে ৩ নভেম্বর বিধানসভা ভিত্তিক দলের বিধায়ক-সাংসদদের বৈঠকের নির্দেশ দিয়েছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখন SIR-এর মৌখিক বিরোধিতার বদলে রাজনৈতিকভাবে লড়বার পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই দলের কর্মী. সাংসদ, বিধায়কদের লড়বার নির্দেশ দিলেন তিনি। প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরি করতে হবে। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন।
মূলত কোচবিহারের মাথাভাঙা ও উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে একাধিক অসঙ্গতির খবর আসছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে অনেকসময় দেখা যাচ্ছে, ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকার পরও এখন তালিকায় নাম নেই। বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন অভিষেক। তাঁর নির্দেশ, যে যে জায়গায় অসঙ্গতির খবর বেশি আসছে, সেখানে বিশেষভাবে নজর দেওয়ার পাশাপাশি পরিদর্শনে যাওয়ারও নির্দেশ দিয়েছেন অভিষেক।
পাশাপাশি প্রতিটি অঞ্চলে হেল্প ডেস্ক ও ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পে থাকবে প্রিন্টার, ল্যাপটপ। অভিষেকের নির্দেশ, মানুষ সাহায্য চাইলে, তাঁকে সর্বোতভাবে সাহায্য করতে হবে। তৃণমূল যে এই বিষয়ে একেবারেই জনগণের পাশে রয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি


Post A Comment:
0 comments so far,add yours