হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ ডঃ অনুরাগ ধাকড় জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। বিষাক্ত গ্যাস ভরে যায় আইসিইউ-তে। সেই সময় আইসিইউ-তে ১১ জন রোগী ছিলেন। আগুন লাগার খবর পেতেই হাসপাতালের কর্মীরা দ্রুত স্ট্রেচারে করে বের করে আনতে শুরু করেন।
হাসপাতালে ভয়াবহ আগুন। মৃত্যু ৮ জনের। সোমবার ভোরে আগুন লাগে সাওয়াই মান সিং হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু অধিকাংশ রোগীরই অবস্থা সঙ্কটজনক ছিল, তাই তারা নিজেও বেরিয়ে আসতে পারেননি। অগ্নিকাণ্ডে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে।
রাজস্থানের জয়পুরে নামকরা এই হাসপাতালে আগুন লাগে। আইসিইউ-তেই আগুন লাগে। হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ ডঃ অনুরাগ ধাকড় জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। বিষাক্ত গ্যাস ভরে যায় আইসিইউ-তে। সেই সময় আইসিইউ-তে ১১ জন রোগী ছিলেন।
ডঃ অনুরাগ ধাকড় বলেন, “আমাদের ট্রমা সেন্টারে দুটি আইসিইউ রয়েছে, একটি ট্রমা আইসিইউ ও একটি সেমি-আইসিইউ। মোট ২৪ জন রোগী ছিলেন। ১১ জন ট্রমা আইসিইউ এবং ১৩ জন সেমি-আইসিইউতে ছিলেন। ট্রমা আইসিইউ-তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেই ৬ জন রোগীর মৃত্যু হয়েছে।”
হাসপাতালের তরফে জানানো হয়েছে, ২ জন মহিলা ও ৪ জন পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। ৫ জন রোগীর অবস্থা সঙ্কটজনক। তাদের চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours