সৌর্যদীপ্ত সেনগুপ্ত নামে তাঁর এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গত ৪ অক্টোবর রাত ২টার দিকে হোমস্টে মালিককে ফোন করেছিলেন হিমাদ্রি। হোমস্টে মালিক জানিয়েছেন, বিপদে পড়েছেন বলে তাঁকে ফোনে জানান হিমাদ্রি। সেইসময় টেন্টের ভিতরে ছিলেন যাদবপুরের এই পড়ুয়া। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ।
উত্তরবঙ্গে বিপর্যয়ে নিখোঁজ যাদবপুরের পড়ুয়া, উৎকণ্ঠায় পরিবার
হিমাদ্রির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁর বাবা-মা
ডায়মন্ড হারবার: ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আশ্রয়হীন বহু মানুষ। মৃত্যু হয়েছে ২৮ জনের। বিপর্যস্ত এই উত্তরবঙ্গের পাহাড়ে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। হিমাদ্রি পুরকাইত নামে ওই পড়ুয়ার সঙ্গে কোনওরকমভাবে যোগাযোগ করতে পারছেন না পরিজন ও বন্ধুরা। উদ্বেগে রয়েছেন বাবা-মা।
হিমাদ্রির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পারুলিয়া উপকূল থানার দক্ষিণ কামারপোল এলাকায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। কখনও ট্যুর গাইড হিসেবে, কখনও স্বেচ্ছাসেবক হিসেবে পাহাড়ি এলাকার হোমস্টে কটেজে কাজ করেন। জানা গিয়েছে, দার্জিলিংয়ে একটি ভ্রমণকারী দলের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে পাহাড়ে যান তিনি। গত ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে রওনা দেন। দার্জিলিংয়ের সুখিয়াপোখরি থানার সোনাদা সংলগ্ন একটি হোমস্টেতে উঠেছিলেন। বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ ছিল। কিন্তু শনিবার রাত থেকে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেননি।


Post A Comment:
0 comments so far,add yours