অভিযুক্ত অঞ্চল তৃণমূল নেতার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। সংবাদমাধ্যমের পরিচয় জানতে পেরেই তিনি ফোন কেটে দেন। এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তীব্র হবে কটাক্ষ করেছে তৃণমূলকে।
'এক লক্ষ টাকা পৌঁছে দে... নাহলে বন্ধ হয়ে যাবে', ঘাটালে শাসক নেতার ভাইরাল অডিয়ো
ভাইরাল অডিয়ো
টাকা দিলেই সব কিছু ঠিকঠাক চলবে। টাকা না দিলেই সমস্যা! বন্ধ করে দেওয়া হবে দোকান। ফোনে সরাসরি একথা বলছেন শাসক নেতা! রীতিমতো টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন তিনি! এমনই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ভাইরাল হয়েছে সেই অডিয়ো। কথোপকথন শুনে বোঝা যাচ্ছে, ফোনের একপাশে রয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আর অপর পাশে রয়েছেন কোনও এক মদ ব্যবসায়ী। তবে অডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
অডিয়ো শুনে যা বোঝা যাচ্ছে, তাতে বেআইনিভাবে মদের দোকান চালানোর জন্য অঞ্চল তৃণমূল সভাপতিকে এক লক্ষ টাকা ঘুষ দিতে বলা হচ্ছে। তৃণমূল নেতার কন্ঠস্বরে শোনা যাচ্ছে, “১০ টার মধ্যে এক লক্ষ টাকা পৌঁছে দিতে হবে। দু’দিন টাইম দিয়েছি। রবিবার দোকান বন্ধ করে দেব।” ফোনের কথোপকথনেই নিজের নামটাও বলতে শোনা যাচ্ছে তাঁকে।
এই অডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। শাসক দল তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ করছে বিরোধী দল বিজেপি। অন্যদিকে, এই কল রেকর্ড তাদের নেতার বলেই স্বীকার করেছে ব্লক তৃণমূল নেতৃত্ব।
এই বিষয়ে অভিযুক্ত অঞ্চল তৃণমূল নেতার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। সংবাদমাধ্যমের পরিচয় জানতে পেরেই তিনি ফোন কেটে দেন। এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তীব্র হবে কটাক্ষ করেছে তৃণমূলকে। তিনি বলেন, “হতে পারে ছোটখাটো নেতা। তবে তৃণমূলের ছোঁয়া তো আছে। তৃণমূল চলে গেলে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে।”
তবে ঘটনা যে সত্য, তা স্বীকার করেছেন ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি। তিনি বলেন, “এটা যে তাঁর গলা, তা কথা থেকেই স্পষ্ট। দ্রুত ওই নেতাকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জেলা তৃণমূলকে বিষয়টি জানানো হয়েছে।”


Post A Comment:
0 comments so far,add yours