ইতিমধ্যেই জেলাস্তরে এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা সেরে ফেলেছে বিজেপি। বুথ ও মণ্ডলস্তরে কর্মীদের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া নিয়ে সংশয়ে রয়েছে বিজেপি। কারণ, ওই প্রশিক্ষণ দেওয়ার মতো নেতৃত্বের অভাব রয়েছে। সূত্রের খবর বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনেকেই বুথ মন্ডল স্তরের কর্মী সংখ্যার অপ্রতুলতার সমস্যার কথা কথাও তুলে ধরেছেন করেছেন জেলার নেতারা।
সব বুথে BLA 2 দিতে পারবে তো বিজেপি? SIR-এর আগে বাড়ছে সংশয়
রাজ্যে এসআইআর শুরুর সম্ভবনা
শীঘ্রই শুরু হবে বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR)। বাংলায় এসে জাতীয় নির্বাচন কমিশনের টিম এসে যেভাবে দফায় দফায় বৈঠক করছে, তাতে ইঙ্গিত মিলেছে যে এসআইআর হতে আর বেশিদিন বাকি নেই। সব ঠিক থাকলে অক্টোবরেই সেই প্রক্রিয়া শুরু হবে ও ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে সূত্রের খবর। বিজেপি নেতারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন বাংলার ভোটার তালিকা থেকে এক কোটির বেশি নাম বাদ যাবে। এখন প্রশ্ন হল, এসআইআর নিয়ে কি আদৌ প্রস্তুত বিজেপি? সব বুথে কি দেওয়া যাবে বিএলএ ২? বাড়ছে সংশয়।
এখনও পর্যন্ত যা খবর, তাতে সব বুথে বিএলএ ২ দিতে পারছে না বিজেপি। এসআইআর বঙ্গে সঠিকভাবে কার্যকর হলেই বিজেপি আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে। এই আলোচনা বারবার উঠে আসছে বঙ্গের পদ্ম শিবিরের প্রায় সকল নেতার মুখেই। কিন্তু সংখ্যালঘু প্রভাবিত বুথ তো বটেই। সাধারণ বহু বুথ রয়েছে, যেখানে কর্মীরা অনেকেই বিএলএ ২ হিসেবে নাম দিয়েও পরবর্তী সময়ে সেই নাম তুলে নিচ্ছেন। ফলে বিএলএ ২ দেওয়া নিয়ে সংশয়ে বঙ্গ বিজেপি।
ভোটার তালিকা পরিমার্জনের কাজের জন্য ময়দানে নেমে কাজ করে বিএলএ ২। তাদের নাম দিতে হবে রাজনৈতিক দলগুলিকে। আর সেই নাম দেওয়া নিয়েই রয়েছে সংশয়। বৃহস্পতিবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমরা কর্মী দেব। তবে প্রাণের থেকে বড় কিছু হয় না। সবদিক দেখে দেব।” তবে রাজ্যে এই প্রক্রিয়ায় বিজেপি যে সর্বোতভাবে সাহায্য করবে ও সজাগ থাকবে, তা নিশ্চিত করেছেন তিনি।


Post A Comment:
0 comments so far,add yours