৩.৪ ট্রিলিয়ন ডলারের ট্যাক্স ও সরকারি খরচের প্যাকেজের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "যখন আপনারা এই বিলটি পড়বেন, তখন সহজেই হ্যাঁ বলবেন। এটা ইতিহাসে সবথেকে বড় কর কাটছাঁট।"
মাস্কের সঙ্গে বন্ধুত্ব ভেঙেছিলেন এর জন্যই, পাশ হল ট্রাম্পের স্বপ্নের বিল, ৪.৫ ট্রিলিয়ন ডলারের এই বিল কতটা 'বিউটিফুল'?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যে বিল নিয়ে এত বিতর্ক, যে বিলের জন্য ইলন মাস্কের সঙ্গে বন্ধুত্ব পর্যন্ত ভেঙে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেই বিল অবশেষে পাশ হল। মার্কিন কংগ্রেসে বৃহস্পতিবার পাশ হয়ে গেল ‘বিগ বিউটিফুল বিল’। ৪.৫ ট্রিলিয়ন ডলারের এই বিলে কী আছে?
কড়া টক্কর ছিল। মার্কিন কংগ্রেসে ২১৮ ভোটে বিল পাশ করিয়ে নেয় রিপাবলিকানরা। বিপক্ষে পড়েছিল ২১৪ ভোট। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এটা বড় জয়, কারণ এই বিলের জন্যই তিনি ইলন মাস্কের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করতেও ভাবেননি। ২০১৭ সালে প্রথমবার ক্ষমতায় এসে ট্যাক্সে যে কাটছাঁট করেছিলেন, তাকেই স্থায়ী নিয়ম করল এই বিল। আমেরিকায় আসবে নতুন কর কাঠামো। একইসঙ্গে অনাবাসীদের দেশ থেকে তাড়ানোর যে উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, তার তহবিলও জোগাড় হয়ে গেল। আজ, শুক্রবার বিকেল ৫টায় হোয়াইট হাউসে এই বিলে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট।
সরষের তেলে এটা ফেলে মাখলেই ম্যাজিক , রাতারাতি টাক মাথায় গজাবে চুল
রান্নায় দিন এই তিন জিনিস, গ্যাসট্রিকের সমস্যা কাছেও ঘেঁষবে না
মানি ব্যাগে ভুলেও রাখবেন না এসব, না হলেই হবে অর্থনাশ!
৩.৪ ট্রিলিয়ন ডলারের ট্যাক্স ও সরকারি খরচের প্যাকেজের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “যখন আপনারা এই বিলটি পড়বেন, তখন সহজেই হ্যাঁ বলবেন। এটা ইতিহাসে সবথেকে বড় কর কাটছাঁট। এটা দেশের নিরাপত্তার জন্য দারুণ বিল…আমরা এক বিলেই প্রায় সব বিষয়কে এনেছি। এটা ইতিহাসে সবথেকে বৃহত্তম বিল।”
বিগ বিউটিফুল বিল-
ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিলে সরকারকে ব্যয়ে খোলা হাত দেওয়া হয়েছে। মূলত প্রতিরক্ষা, সীমান্ত নিরাপত্তা ও শক্তি ক্ষেত্রে। এদিকে সামাজিক উন্নয়নমূলক যে প্রকল্পগুলি ছিল, তাতে বিপুল কাটছাঁট করা হয়েছে। সীমান্ত ও জাতীয় সুরক্ষা পরিকল্পনার জন্য ৩৫০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে এই বিলে। এর আগে এত বিপুল অর্থ প্রতিরক্ষা খাতে খরচ করেনি আমেরিকা। ৪৬ বিলিয়ন ডলার খরচ করা হবে শুধু আমেরিকা-মেক্সিকোর মাঝে পাঁচিল তুলতেই। অনাবাসীদের আটক করে রাখা ডিটেনশন সেন্টারে খরচ করা হবে ৪৫ বিলিয়ন ডলার।
২০১৭-এ প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প কর ব্যবস্থায় যে বদল এনেছিলেন, তা এবার পাকাপাকি করে ফেলতে চাইছেন ট্রাম্প এই বিলের মাধ্যমে।
Post A Comment:
0 comments so far,add yours