আজ সকালেই বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় কসবার ওই কলেজে। গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের জন্য আনা হয় তিন অভিযুক্তকে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের।
কসবার কলেজে ফের পা রাখল ৩ অভিযুক্ত, ওই রাতে নির্যাতিতার সঙ্গে কী কী করেছিল তাঁরা, করা হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ
কসবার কলেজে আনা হল অভিযুক্তদের।
কসবা গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আনা হল মূল অভিযুক্ত সহ তিন অভিযুক্তকেই। আনা হয়েছে ঘটনার দিন ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীকেও। ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়োগ্রাফি করছে পুলিশ। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন রাতে কী ঘটেছিল, তা-ই প্রতিটি পর্যায়ে জানার চেষ্টা করছে পুলিশ।
আজ সকালেই বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় কসবার ওই কলেজে। গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের জন্য আনা হয় তিন অভিযুক্তকে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। অভিশপ্ত ওই রাতে কোন জায়গায় কী ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কী কী করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নতুন কোনও তথ্য সামনে আসে কি না, তার দিকেও রয়েছে নজর।
১০ কোটি চাকরি খাবে AI, আপনার চাকরি সুরক্ষিত তো? কারা বাঁচবেন এই আগ্রাসন থেকে!
গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্ত করছে। কলেজে উপস্থিত রয়েছেন গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাও। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলেজ।
প্রসঙ্গত, যে কোনও অপরাধের ক্ষেত্রেই পরবর্তী সময়ে অভিযুক্তদের ঘটনাস্থলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এর আগে কসবা কলেজের ওই নির্যাতিতাকেও কলেজে আনা হয়েছিল। নির্যাতিতা প্রতিটি জায়গা দেখিয়েছিলেন, যেখানে অভিযুক্তরা তার উপরে পাশবিক অত্যাচার করেছিল। পরপর কী ঘটনা ঘটেছিল, সব বর্ণনা করেন। এবার অভিযুক্তদেরও আনা হল। ভিডিয়োগ্রাফিও করা হচ্ছে প্রতিটি মুহূর্তের।
অন্যদিকে, গ্রেফতার হওয়া নিরাপত্তারক্ষী, যিনি ঘটনার সময় কলেজে উপস্থিত ছিলেন এবং নির্যাতিতার বয়ান অনুযায়ী যার কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, সেই নিরাপত্তারক্ষীর আজ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours