ইরানের পরমাণুঘাঁটিতে হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম সফল সেনা অভিযান। ইরানের পরমাণুঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। একইসঙ্গে তিনি জানান, ইরান ও ইজরায়েল দুটি দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চাইছিল। তিনি ইরানের সমস্ত পরমাণুঘাঁটি ধ্বংস করেন। তারপর দুই দেশের যুদ্ধ থামান।


 ইরানের পরমাণুঘাঁটি কারা ধ্বংস করল? ভিন্ন দাবি ট্রাম্প-নেতানিয়াহুর
কী বলছেন ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু?


ওয়াশিংটন ও জেরুজালেম: ইরানে পরমাণুঘাঁটিগুলির কতটা ক্ষতি হয়েছে? মার্কিন সেনা ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে বোমা ফেলার পর থেকেই এই প্রশ্ন উঠছে। এই নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সব পরমাণুঘাঁটিকে আমেরিকার সেনা ধ্বংস করেছে বলে তিনি দাবি করলেন। ট্রাম্প যখন এই দাবি করছেন, তখন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, ইরানের নাতানজ ও ইশফাহান পরমাণুঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েল। তাঁর দাবি, ইরান কোনওদিন পরমাণু অস্ত্র বানাতে পারবে না।


গত ১৩ জুন ইরানের মাটিতে হামলার সময় ইজরায়েল জানিয়েছিল, পরমাণু বোমা বানাচ্ছে ইরান। আর তা থেকে ইজরায়েলকে রক্ষা করতেই তারা ইরানের পরমাণুঘাঁটি ও সেনাঘাঁটিতে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে। ইরান ও ইজরায়েলের এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে আমেরিকা। তারা ইরানের তিনটি পরমাণুঘাঁটি নাতানজ, ইশফাহান ও বোরডোতে হামলা চালায়।

ইরান পাল্টা একাধিক দেশে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্যে করে হামলা চালায়। তার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ঘোষণা করেন, ইরান ও ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। কিন্তু, ইরানের পরমাণুঘাঁটিতে মার্কিন সেনার হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মার্কিন হামলার আগেই ইরান পরমাণুঘাঁটি থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলে বলে জল্পনা শুরু হয়। ইরানের পরমাণুঘাঁটিতে হামলায় আদৌ কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে একাধিক সংবাদমাধ্যম প্রশ্ন তোলে।

এরপরই নিজের সোশ্যাল হ্যান্ডলে এই নিয়ে সরব হন ট্রাম্প। ইরানের পরমাণুঘাঁটিতে হামলা নিয়ে তিনি লেখেন, ইতিহাসের অন্যতম সফল সেনা অভিযান। ইরানের পরমাণুঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। একইসঙ্গে তিনি জানান, ইরান ও ইজরায়েল দুটি দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চাইছিল। তিনি ইরানের সমস্ত পরমাণুঘাঁটি ধ্বংস করেন। তারপর দুই দেশের যুদ্ধ থামান তিনি।

ট্রাম্প যখন এই দাবি করছেন, তখন সংঘর্ষবিরতির পর জাতির উদ্দেশে ভাষণে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের পরমাণুঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েল। জাতির উদ্দেশে ১০ মিনিটের বক্তব্যে তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করেছে ইজরায়েল। ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ইরানে কেউ যদি পরমাণু কর্মসূচি ফের চেষ্টা করে, তবে একইরককভাবে তা ব্যর্থ করতে আমরা পদক্ষেপ করব।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours