ভারতে অ্যাপেলের নতুন কারখানা খোলার জল্পনা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরেই। চিনের উপরে ট্রাম্প যে হারে ট্যারিফ বসিয়েছে, তার থেকে বাঁচতেই চিন থেকে কারখানা সরিয়ে ভারতে আনতে পারে।


ভারতে আইফোন-ম্যাকবুক উৎপাদনে আপত্তি! টিম কুকের উপরে চাপ তৈরি করলেন ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে টিম কুক।


ভারতের সঙ্গে আরও বাণিজ্য বাড়ানোর কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এদিকে নিজেই আবার মার্কিন সংস্থাকে ভারতে ব্যবসা করতে বারণ করছেন! অ্যাপেল সংস্থার সিইও টিম কুক-কে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ বললেন, ভারতে অ্যাপেলের কারখানা খুলুক, তা চান না। ভারত নিজের খেয়াল নিজে রাখতে পারে, এমনটাই মত ট্রাম্পের।


বর্তমানে সৌদিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দোহায় একটি বাণিজ্যিক অনুষ্ঠানেই ডোনাল্ড ট্রাম্প বলেন যে টিম কুকের সঙ্গে তার ছোটখাটো সমস্যা হয়েছিল। তিনি বলেন, “আমি ওঁকে বললাম, বন্ধু আমার, তোমার সঙ্গে খুব ভাল ব্যবহার করছি। ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাচ্ছো, কিন্তু আমি শুনছি তোমরা ভারতের বিভিন্ন জায়গায় কারখানা তৈরি করছো। আমি চাই না ভারতে তোমরা কারখানা তৈরি করো। যদি ভারতের দেখভাল করতে চাও, তবে তোমরা ভারতে কারখানা তৈরি করতেই পারো কারণ ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ ট্যারিফ নেওয়া দেশ। তাই ভারতে কিছু বিক্রি করা কঠিন।”

ট্রাম্পের দাবি, ভারত নাকি আমেরিকাকে প্রস্তাব দিয়েছে যে তারা মার্কিন পণ্যে কোনও ট্যারিফ নেবে না। যদিও ভারত এমন কোনও ঘোষণা করেনি। ট্রাম্প বলেন, “ওরা এমন এক প্রস্তাব দিয়েছে যেখানে কার্যত কোনও ট্যারিফই নেবে না। আমি টিম-কে বললাম, আমরা তোমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেছি। এত বছর ধরে চিনে তোমরা কারখানা তৈরি করেছো, আমরা তা সহ্য করেছি। ভারতে কারখানা তৈরি করো, তা চাই না। ভারত নিজের খেয়াল রাখতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানান যে আমেরিকায় অ্যাপেল তাদের আইফোন, ম্যাকবুকের উৎপাদন বাড়াবে।

প্রসঙ্গত, ভারতে অ্যাপেলের নতুন কারখানা খোলার জল্পনা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরেই। চিনের উপরে ট্রাম্প যে হারে ট্যারিফ বসিয়েছে, তার থেকে বাঁচতেই চিন থেকে কারখানা সরিয়ে ভারতে আনতে পারে। গত মাসেই শোনা গিয়েছিল অ্যাপেলের সিইও টিম কুক বলেছেন যে আমেরিকায় বিক্রি হওয়া অধিকাংশ আইফোনই ভারতে তৈরি। বর্তমানে ভারতে অ্য়াপেলের তিনটি কারখানা আছে। দুটি তামিলনাড়ু, একটা কর্নাটকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours