রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিজ্ঞাসা করেন যে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি/রাজ্যপালের ক্ষমতা কীভাবে সুপ্রিম কোর্ট বদলাতে বা প্রতিস্থাপন করতে পারে?


'কীভাবে সময় ধার্য করে দিতে পারেন?', এবার সুপ্রিম কোর্টকেই পাল্টা প্রশ্ন রাষ্ট্রপতি মুর্মুর
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


রাজ্যপাল ও রাষ্ট্রপতির সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টকেই পাল্টা প্রশ্ন করলেন রাষ্ট্রপতি। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শীর্ষ আদালতকে প্রশ্ন করেন যে যেখানে সংবিধানে কোনও শর্তাবলী নেই, সেখানে সুপ্রিম কোর্ট কীভাবে এই নির্দেশ দিতে পারে?

গত এপ্রিলে সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি আর মহাবেদনের বেঞ্চের তরফে তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপালের মামলায় পর্যবেক্ষণে বলা হয় যদি রাজ্যপাল দীর্ঘ সময় ধরে বিল আটকে রাখলে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে। রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিজ্ঞাসা করেন যে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি/রাজ্যপালের ক্ষমতা কীভাবে সুপ্রিম কোর্ট বদলাতে বা প্রতিস্থাপন করতে পারে?

তিনি আরও প্রশ্ন করেন যে কীভাবে রাষ্ট্রপতি ও রাজ্যপালের জন্য সময়সীমা ধার্য করতে পারে? সংবিধানের ২০০ নং অনুচ্ছেদের অধীনে যদি রাজ্যপালের কাছে কোনও বিল পেশ করা হয়, তবে তার কাছে কী সাংবিধানিক অপশন থাকে?

সংবিধানের ২০০ ও ২০১ অনুচ্ছেদ রাষ্ট্রপতি ও রাজ্যপাল এবং তাদের ক্ষমতা ব্যাখ্যা করেছে। সেখানে উল্লেখ করা রয়েছে যে রাজ্যপাল ও রাষ্ট্রপতির জন্য বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতি বা খারিজ করার জন্য কোনও নির্দিষ্ট সময় ধার্য করা নেই। রাষ্ট্রপতি এই প্রসঙ্গে ১৪টি প্রশ্ন করেছে শীর্ষ আদালতকে।

সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি বিআর গভাইকে ৫ বা তার অধিক বিচারপতি নিয়ে সাংবিধানিক বেঞ্চ তৈরি করতে হবে রাষ্ট্রপতির করা এই ১৪টি প্রশ্নের উত্তর দিতে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours