সম্প্রতি একটি সভায় গিয়ে অনুব্রত দাবি করেছিলেন, বীরভূমের শহর অঞ্চলগুলোতে পিছিয়ে রয়েছে তৃণমূল।
আমাদেরও তো লজ্জা বলে একটা জিনিস আছে...', হঠাৎ কেষ্ট মণ্ডলের মুখে কেন লজ্জার কথা!
অনুব্রত মণ্ডল
মাস ছয়েক আগে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তিহাড় জেলে দীর্ঘ সময় বন্দি থাকার পর বীরভূমের রাজনীতিতে স্বমহিমায় ফিরেছেন তিনি। ইতিমধ্যেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। প্রতিনিয়ত, সভা-বৈঠকও করছেন। এবার সেই অনুব্রতর মুখে শোনা গেল লজ্জার কথা।
সম্প্রতি বীরভূমের সিউড়িতে তৃণমূলের একটি সাংগঠনিক সভা ছিল। সেখানে প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক বিষয়ে প্রশ্নের উত্তর দিতে দিতেই লজ্জা পাওয়ার কথা বলেন তিনি।
সম্প্রতি একটি সভায় গিয়ে অনুব্রত দাবি করেছিলেন, বীরভূমের শহর অঞ্চলগুলোতে পিছিয়ে রয়েছে তৃণমূল। এদিন এই বিষয়ে প্রশ্ন করা হতেই অনুব্রত বলেন, “আমাদের লজ্জা লাগে। আমাদেরও তো লজ্জা বলে একটা জিনিস আছে। বোলপুর, রামপুরহাট, সিউড়িতে যখন পুরসভাগুলিতে তৃণমূল হেরে যায়, তখন লজ্জা লাগে। সবাই তো ঠিক কথাই বলেছে। কেউ ভুল বলেনি। আশা করি এবার আর সেটা হবে না।”
পাশাপাশি তৃণমূল নেতা আরও জানিয়েছেন যে বড় মিছিলের আয়োজন করা হয়েছে বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে। ২৫, ২৬ এবং ২৭ তারিখে সেই মিছিল হবে বলে ঘোষণা করলেন অনুব্রত মণ্ডল।
Post A Comment:
0 comments so far,add yours