বিজেপি বিধায়ক লিখেছেন, "মেয়র যে ব্র্যান্ডের টি শার্ট পরে গিয়েছেন তার দাম ৪৫ হাজার টাকা। এই তৃণমূল নেতারা আবার গরিব মানুষের কথা বলেন।" বিজেপি নেত্রীর প্রশ্ন, "বিধায়কের মাসিক বেতন ১ লক্ষ ২০ হাজার টাকা। তাহলে ফিরহাদ হাকিম মহাশয় এত দামি টি-শার্ট পরে যায় কীভাবে?"
৪৫ হাজারের টি-শার্ট পরে পোড়া বস্তি দেখতে গেছিলেন ববি, MLA-র বেতন কত? মনে করাল BJP
ফিরহাদ হাকিমের শার্ট নিয়ে বিতর্ক
শনিবার ভয়াবহ আগুনে ঝলসে যায় নারকেলডাঙার একাধিক ঝুপড়ি। রবিবার সেই ঘটনাস্থল খতিয়ে দেখতে যান রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। তবে বিতর্ক হল সোমবার। কেন? গতকাল ফিরহাদ হাকিম যে কালো শার্টটি পরে ঘটনাস্থলে যান সেটির দাম নাকি ৪৫ হাজার টাকা! এমনটা দাবি করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
বিজেপি বিধায়ক লিখেছেন, “মেয়র যে ব্র্যান্ডের টি শার্ট পরে গিয়েছেন তার দাম ৪৫ হাজার টাকা। এই তৃণমূল নেতারা আবার গরিব মানুষের কথা বলেন।” বিজেপি নেত্রীর প্রশ্ন, “বিধায়কের মাসিক বেতন ১ লক্ষ ২০ হাজার টাকা। তাহলে ফিরহাদ হাকিম মহাশয় এত দামি টি-শার্ট পরে যায় কীভাবে?”
এই প্রশ্নের যথাযথ উত্তরও দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “লোগো কা কাম হ্যায় কেহেনা। এই শার্টটা যদি আপনি গিফট দেন ফেলে দেব রাস্তায়? কেউ উপহার দিলে পরব না? প্রধানমন্ত্রী নিজের দশ লক্ষ টাকার শুট পরেন। সেটা কাউন্টার করাতে গেলে অন্তত ৪৫ হাজার খুঁজে পেয়েছে ভাল।”
Post A Comment:
0 comments so far,add yours