আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মহারণ ২৩ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। তাতেই যেন আলাদা মাত্রা যোগ করে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।


 'এক, দো, তিন, চার, হিটম্যান শাহিন কো চৌকা মার!', ভারত-পাক মহারণের আগে ফ্যানদের তাতাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি
ভারত-পাক মহারণের আগে ফ্যানদের ট্রেনিং দিলেন মহেন্দ্র সিং ধোনি


আর ঠিক ৮ দিন পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) বল মাঠে গড়াবে। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান উদ্বোধনী ম্যাচ খেলবে কিউয়িদের বিরুদ্ধে। পরের দিনই রয়েছে ভারতের ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশ। আর মিনি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজক ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি। এখন থেকেই ওই দিনটি ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার ভারত এবং মহম্মদ রিজওয়ানের পাকিস্তান মুখোমুখি হবে। তার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাতাচ্ছেন ভারতীয় ফ্যানেদের। জানেন কী ভাবে?


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান মেগা ম্যাচের এক প্রোমো শেয়ার করেছে স্টার স্পোর্টস। যেখানে দেখা গিয়েছে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে একঝাঁক ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্লোগানের পাঠ পড়াচ্ছেন। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল বলে পরিচিত। তবে ভারত-পাকিস্তানের ওই ম্যাচের প্রোমোতে ধোনিকে মোটেও কুল মেজাজে দেখা যায়নি। তিনি বেশ তেতে ছিলেন বলেই মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আলাদা অবতারে ধোনির সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours