তবে এই AI শিক্ষার ভাগীদার কি শুধু শহুরে পড়ুয়ারা? একদমই নয়। ভারতের সংখ্যাগরিষ্ঠ জনবসতী থাকে গ্রাম ও মফস্বল এলাকায়। সেই কারণে দেশের একদম প্রান্তিক নাগরিকদের কাছে AI-কে পৌঁছে দিতে তথ্য পরীক্ষাগার বা AI ল্যাব তৈরির সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকার।
কৃত্রিম বুদ্ধিমত্তায় 'বিশ্বগুরু' হওয়া পথে এগোচ্ছে ভারত!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিশ্ব বাজারে আধিপত্য বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চাকরির বাজার হোক কিংবা রোজকার জীবন, এই নব্য প্রযুক্তি যে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে তা নিয়ে কোনও মতবিরোধ নেই। আর সেই সূত্র ধরেই বিশ্বের একাধিক দেশেই চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কাজ।
বিশেষজ্ঞরা বলছেন, এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কিন্তু বিন্দুমাত্র পিছিয়ে নেই ভারত। বরং, দিন দিনে এই নব্য প্রযুক্তির দিক থেকে বিশ্বগুরু হওয়ার পথেই এগোচ্ছে এই দেশ। গত বছরের বাজেটে দেশের সর্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পৌঁছে দিতে ১০ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছিল মোদী সরকার। চলতি বছরেও দেশের প্রাণকেন্দ্র ও বড় বড় শহরগুলি AI Hub তৈরির জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থমন্ত্রক।
সাধারণভাবে চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য বাড়ায় যে চিন্তার আবহ তৈরি হয়েছে এই নিয়ে কোনও সন্দেহই নেই। আর সেই চিন্তার আবহকেই একেবার নির্মূল করে দিতে চায় কেন্দ্র সরকার। মানুষের মন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয় কাটাতে একদম বুনিয়াদি শিক্ষাতেই এই নব্য প্রযুক্তির প্রয়োগ চালাতে বরাদ্দ হয়েছে অর্থ।
তবে এই AI শিক্ষার ভাগীদার কি শুধু শহুরে পড়ুয়ারা? একদমই নয়। ভারতের সংখ্যাগরিষ্ঠ জনবসতী থাকে গ্রাম ও মফস্বল এলাকায়। সেই কারণে দেশের একদম প্রান্তিক নাগরিকদের কাছে AI-কে পৌঁছে দিতে তথ্য পরীক্ষাগার বা AI ল্যাব তৈরির সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকার।
শিক্ষা ছাড়াও স্বাস্থ্য, কৃষি, টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলিকেও AI নির্ভর করতে চলতি বছরের বাজেটে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র সরকার।
সম্প্রতি আবার, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, চ্য়াট জিপিটি বা ডিপসিকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাট-বট তৈরি করছে ভারত। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো ভারতের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাট-বট তৈরি করে ফেলবে কেন্দ্রীয় সরকার।
সহজ ভাষায় বলতে গেলে, বিগত বেশ কয়েক বছর ধরে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে যে বাড়তি জোর দিয়েছে কেন্দ্র, সেই নিয়ে কোনও সন্দেহই নেই। চলতি সপ্তাহেই আবার ফ্রান্সে গিয়েছেন প্রধানমন্ত্রী। মূলত, প্যারিস কৃত্রিম বুদ্ধিমত্তা বৈঠকে যোগ দিতে সেদেশে পাড়ি দিয়েছেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours