ভোট স্থগিত হলেও বহু ক্ষেত্রেই সবটা রেডি আছে। তাই ঘোষণা করা বাকি বললে ভুল হবে না বলে দাবি বিজেপির একাংশের। কারণ, বুধবার বিভিন্ন জেলা থেকে পাঠানো তিনটি নামের মধ্যে বাছাই করে মণ্ডল সভাপতি হিসাবে একটি করে নাম চূড়ান্ত করেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব।



বঙ্গ বিজেপির নতুন ‘ক্যাপ্টেন’ কে? সাংগঠনিক নির্বাচন বন্ধ নিয়ে নথি তলবেই বাড়ছে জল্পনা
জল্পনা বাড়ছে

 সাংগঠনিক নির্বাচন বন্ধের পরে এবার সেই সংক্রান্ত সমস্ত নথিপত্র চেয়ে পাঠালেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যে যেখানে যা যা নির্বাচন হয়েছে তার সব নথি পাঠানো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? শুধুই কি অনিয়ম না কি পিছনে রয়েছে আরও বড় কোনও কৌশল? বিজেপির অনেকেই বলছেন হয়তো নতুন সভাপতি ঘোষণার পরে বাকি কমিটির ঘোষণা হবে। কারণ তিনিই দেখে নেবেন কাকে কোথায় কোন পদে দেওয়া যাবে, কাকে যাবে না! অর্থাৎ ‘ক্যাপ্টেন’ টিম সাজিয়ে নেবেন, সেই কারণে এমন অবস্থান বলেই বিজেপির একাংশের মত।


তবে ভোট স্থগিত হলেও বহু ক্ষেত্রেই সবটা রেডি আছে। তাই ঘোষণা করা বাকি বললে ভুল হবে না বলে দাবি বিজেপির একাংশের। কারণ, বুধবার বিভিন্ন জেলা থেকে পাঠানো তিনটি নামের মধ্যে বাছাই করে মণ্ডল সভাপতি হিসাবে একটি করে নাম চূড়ান্ত করেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। বুধবার দিনভর এই প্রক্রিয়া চলে। তারপরেই রাতে নির্বাচন স্থগিত রাখা বা কমিটি ঘোষণার বার্তা রাজ্য কমিটির কাছে পাঠানো হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।


বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, ৪৩ টি সাংগঠনিক জেলা মধ্যে ৪০ টি জেলায় মণ্ডল সভাপতি বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। তাঁরা নির্বাচন যোগ্য হয়েছে। ৪০ টি জেলা সভাপতি নির্বাচিত হবে। পরের দুটি ধাপ অর্থাৎ জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শুরু হবে খুব দ্রুত। যদিও চাপানউতোরের মধ্যে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলছেন, “বিজেপির সংগঠনের হাল এমনিতেই খারাপ। সংগঠন করতে এবার অন্নপ্রাশনে যোগদান করবে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours