দলের অন্দরে অস্বস্তি বাড়লেও ঘাসফুল শিবিরকে ছেড়ে কথা বলতে নারাজ নওশাদের দল। আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান প্রসঙ্গে আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক কটাক্ষও করেন। তাঁর দাবি সবই লোক দেখানো।



ভোটের আগেই ভাঙড়ে শুরু খেলা! নওশাদদের চাপে ফেলে মাস্টারস্ট্রোক শওকতের
শওকত মোল্লা


 বিধানসভা ভোটের সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। কিন্তু, ভাঙড়ে অস্থরিতা যেন কিছুতেই কাটছে না। আবার ভাঙড়ে আইএসএফে ভাঙন। বৃহস্পতিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার হাত ধরে বেশ কয়েকজন আইএসএফ নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। ভাঙ্গর দুই ব্লকের জয়পুরের একটি কর্মীসভায় এসেছিলেন শওকত। সেখানেই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আইএসএফের নেতা-কর্মীরা। 


প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরে ভাঙড় বিধানসভাজুড়ে একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এদিন জয়পুরের সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “তৃণমূলের ছেলেরা আবারও আজ ঘরে ফিরছে। দলের সকলের সঙ্গে সমন্বয়ে রেখে তারা কাজ করবে। আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে সকলকে আইএসএফ ছেড়ে তৃণমূলে আসার আহ্বান করছি।” এই নতুন যোগদান নিয়েই এখন ভাঙড়ের রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। 


দলের অন্দরে অস্বস্তি বাড়লেও ঘাসফুল শিবিরকে ছেড়ে কথা বলতে নারাজ নওশাদের দল। আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান প্রসঙ্গে আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক কটাক্ষও করেন। তাঁর দাবি সবই লোক দেখানো। তিনি বলেন, “লোক দেখানো জয়েনিং করিয়ে আইএসএফ কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না। ভয় দেখিয়ে ভাঙরে তৃণমূল জিততে পারবে না।”  
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours