৮ ফেব্রুয়ারি রাত দশটা বেজে ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক। শুধু লোকাল বাতিলই নয়। এই সময়ে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


 ৮-৯ ফেব্রুয়ারি ফের একগুচ্ছ লোকাল বাতিল, ঘুরপথে কিছু ট্রেন, দেখে নিন তালিকা
ফাইল ফোটো


ফের বাতিল, ফের ভোগান্তি। ফের একদুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে। বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ চলবে। সে কারণেই প্রায় সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। সে কথাই এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত দশটা বেজে ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক। শুধু লোকাল বাতিলই নয়। এই সময়ে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 


শনিবার ৮ তারিখ বাতিল থাকছে ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। বাতিল থাকছে আপ 34857 ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল। রবিবার ৯ তারিখ বাতিল থাকছে.. 

ডায়মন্ড হারবার – শিয়ালদহ: আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ / ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০
সোনারপুর – ডায়মন্ড হারবার: ডাউন ৩৪৮৮২
ডায়মন্ড হারবার – বারুইপুর: আপ ৩৪৮৯১
বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তালিকায় রয়েছে… 


৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে। 
৩৪৮৫৮ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল ৮ তারিখে বারুইপুরে এসে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে ছাড়বে। 
৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ০৯.০২.২০২৫ তারিখে মগরা হাট থেকে সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে।
৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরাহাট থেকে যাতায়াত করবে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours