প্রেমের সপ্তাহ পড়তেই চড়চড় করে বাড়ছে সোনার দাম। এই পরিস্থিতিতে কীভাবে প্রেয়সীকে উপহার দেবেন? আজ, ৭ ফেব্রুয়ারি রেকর্ড উচ্চতায় পৌছেছে সোনার দাম।
সর্বকালের রেকর্ড, প্রেমের সপ্তাহ পড়তেই ৮৬ হাজারে সোনা! আর সাধ্যের মধ্যে আসবে হলুদ ধাতু?
প্রতীকী চিত্র।
প্রেমের সপ্তাহ শুরু আজ থেকে। রোজ ডে, চকোলেট ডে, কিস ডে, হাগ ডে- একগুচ্ছ দিবস রয়েছে প্রেমকে উদযাপন করার জন্য। তারপর আসে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। বহু মানুষই এই দিনটার অধীর আগ্রহে অপেক্ষা করেন। নিজের প্রিয়জনকে মনের কথা জানান, দেন পছন্দসই উপহার। ভাল উপহার বলতে অনেকেরই মাথায় প্রথমেই আসে সোনার গহনার কথা। কিন্তু সোনার যা চড়া দাম। তার উপরে প্রেমের সপ্তাহ পড়তেই চড়চড় করে বাড়ছে সোনার দাম। এই পরিস্থিতিতে কীভাবে প্রেয়সীকে উপহার দেবেন? আজ, ৭ ফেব্রুয়ারি রেকর্ড উচ্চতায় পৌছেছে সোনার দাম। প্রিয়জনের জন্য কেনাকাটির আগে কত ক্যারেটের সোনার দাম কত, জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৯৩১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৩১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৯৩ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৬৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৬ হাজার ৫২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৪৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৪ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৪৮ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
আজ সোনার দাম বাড়লেও, রুপো সস্তা হয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯৪০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৯ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।


Post A Comment:
0 comments so far,add yours