আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ শেষে আরও এক দফা শীতের কামড়। শুক্রবার থেকেই ফের ঠাণ্ডা বাড়বে বাংলায়। শনি-রবিবার অনেকটাই নামতে চলেছে পারদ। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে।
ফের চরিত্র বদল আবহাওয়ার, শুক্রবার থেকেই পাল্টি, লেটেস্ট আপডেট জানুন
কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
গরম লাগছে বাইরে বেরলেই? কেউ কেউ তো ইতিমধ্যেই লেপ কম্বল তুলতে শুরু করে দিয়েছেন? ভেবেছেন শীতের পাঠ চুকল বোধহয়। তবে না। আবহাওয়া অফিস বলছে, নিজের চরিত্র বদল করছে আবহাওয়া। সপ্তাহের শেষ থেকে পাল্টি খাবে সে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ শেষে আরও এক দফা শীতের কামড়। শুক্রবার থেকেই ফের ঠাণ্ডা বাড়বে বাংলায়। শনি-রবিবার অনেকটাই নামতে চলেছে পারদ। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে ১৬ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা বলে খবর। অপরদিকে,ফের ১০ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার পারদ। ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে বাঁকুড়া-বীরভূমের তাপমাত্রা। তবে দিনে শীতের আমেজ পাওয়ার আশা নেই।
উল্লেখ্য, সম্প্রতি, বাংলার আকাশে কুয়াশার দাপট ছিল দেখার মতো। তারপর আবার মেঘলা আকাশ। তারপর আবার ঘন মেঘ। তবে বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তবে শনিবার থেকে ফের নতুন করে ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে তাপমাত্রা। তবে কুয়াশার দাপটের কারণে বিমান চলাচলে সমস্যা হতে পারে।
Post A Comment:
0 comments so far,add yours