এবার রোষের আঁচ বিনোদন জগতেও। আটক করা হল বাংলাদেশি অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। তিনি প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।


ইউনূসের সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহ? গ্রেফতার অভিনেত্রী শাওন, জ্বালিয়ে দেওয়া হল তাঁর বাড়িও
অভিনেত্রী শাওন।


আবার অশান্ত বাংলাদেশ। হিংসার আগুনে জ্বলছে ওপার বাংলা। শেখ মুজিবর রহমানে স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। পার পায়নি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি সুধা সদন ও খুলনার শেখ হাউস। এবার রোষের আঁচ বিনোদন জগতেও। আটক করা হল বাংলাদেশি অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। শোনা যাচ্ছে, তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।


বৃহস্পতিবার একদিকে যখন মুজিবের বাড়ি ভাঙা চলছে, সেই সময়ই শিল্পী মেহের আফরোজ শাওনকেও ধানমন্ডি থেকেই আটক করা হয়। তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম আটক করার খবরটি নিশ্চিত করেছেন।

তবে প্রশ্ন হল, কেন হঠাৎ অভিনেত্রীকে আটক করা হল? জানা গিয়েছে, শাওনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে আটক করা হয়েছে।


প্রসঙ্গত, বিগত ৬ মাস ধরেই শাওনের রাজনৈতিক অবস্থান ও মন্তব্য নিয়ে বেশ বিতর্ক ছিল। হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। দু’দিন আগেও শেখ হাসিনার সমর্থনে পোস্ট করেছিলেন শাওন। এটাই কি তবে রাষ্ট্রদ্রোহ? গণতান্ত্রিক দেশে রাষ্ট্র বা সরকারের সমালোচনার অধিকারও নেই?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours