হাজার চেষ্টাতেও কোটি কোটি টাকা রোজগারে ব্যর্থ হচ্ছেন অক্ষয়। সম্প্রতি তাঁর খেল খেল মে ছবি তো সুপারফ্লপ! এই পরিস্থিতিতেই এবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন অক্ষয়। অক্ষয় বদলাতে চলেছেন তাঁর পেশা!
সিনেমা চলছে না, এবার নতুন পেশায় অক্ষয় কুমার! খিলাড়ি কুমারের নতুন খেলা শুরু


এক সময় বক্স অফিসের খিলাড়ি ছিলেন। ছবি মুক্তি পেলেই, সেই ছবি হেসে খেলে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়ত। কিন্তু দেখুন, বেশ কয়েক বছর ধরেই অক্ষয় হিটের মুখ দেখছেনই না, বরং সেই ‘বেলবটম’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন’ ছবি থেকে ফ্লপের শুরু। মাঝে অবশ্য ‘ও মাই গড ২’ অল্পস্বল্প ব্যবসা করেছিল। কিন্তু হাজার চেষ্টাতেও কোটি কোটি টাকা রোজগারে ব্যর্থ হচ্ছেন অক্ষয়। সম্প্রতি তাঁর খেল খেল মে ছবি তো সুপারফ্লপ! এই পরিস্থিতিতেই এবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন অক্ষয়। অক্ষয় বদলাতে চলেছেন তাঁর পেশা!


ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অক্ষয় সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, শিবলিঙ্গকে জড়িয়ে বসে রয়েছেন অক্ষয়। এমনই এক ছবি শেয়ার করে অক্ষয় লিখলেন, ওম নম শিবায়, মহাকালের শক্তি আর ভক্তি অনুভব করে নিন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours