মহাকুম্ভ তাঁর কপাল ঘুরিয়ে দিয়েছে। যে মেয়ে মালা বেচে সংসার চালাত, সেই মেয়েই এখন বলিউডের চোখের মণি হতে চলেছে। ইন্দোরের গ্রাম থেকে, কখনও বেঙ্গালুরু, কখনও কেরলে বিমানে চেপে ঘুরে বেড়াচ্ছেন মহাকুম্ভের ভাইরাল কন্য়া মোনালিসা ভোঁসলে।
মহাকুম্ভে মালা বেচে চলত না মোনালিসার সংসার! বলিউডে পা দিয়ে কত টাকা হাঁকালেন ভাইরাল কন্যা?
মহাকুম্ভ তাঁর কপাল ঘুরিয়ে দিয়েছে। যে মেয়ে মালা বেচে সংসার চালাত, সেই মেয়েই এখন বলিউডের চোখের মণি হতে চলেছে। ইন্দোরের গ্রাম থেকে, কখনও বেঙ্গালুরু, কখনও কেরলে বিমানে চেপে ঘুরে বেড়াচ্ছেন মহাকুম্ভের ভাইরাল কন্য়া মোনালিসা ভোঁসলে। শিখছেন পড়াশুনোও। পরিচালক সানোজ মিশ্রর হাত ধরে ধীরে ধীরে সিনেমার জন্য তৈরিও হচ্ছেন। মহাকুম্ভ যেন, মোনালিসার সংসারে আশীর্বাদ স্বরূপ।
প্রথম ছবিতে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন মোনালিসা?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রথম ছবিতে মোনালিসাকে ২১ লক্ষ টাকা পারিশ্রমিক নাকি দিচ্ছেন পরিচালক সানোজ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি মোনালিসাকে ১ লাখ টাকা দিয়েছেন সানোজ। তবে এই বিষয়ে বিশদে বলতে চাননি পরিচালক বা কেউই।
মোনালিসার বয়স মাত্র ১৬। মা-বাবা, তুতো ভাইবোনদের নিয়ে ইন্দোরে খুবই নিম্নবিত্ত সংসার তাঁর। একটু ভাল রোজগারের আশায় মহাকুম্ভে বোনদের সঙ্গে মালা বিক্রি করতে এসেছিলেন মোনালিসা। কিন্তু মালা বেচা তো দূর অস্ত, ধূসর চোখ, সুন্দর মুখশ্রীর কারণে রাতারাতি সোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠলেন মোনালিসা। প্রথম প্রথম বিষয়টা উপভোগই করছিলেন মোনালিসা। কিন্তু পরের দিকে ব্লগার, সংবাদমাধ্যমের দৌরাত্মে রীতিমতো বিরক্ত তিনি। মালা বিক্রি এতটাই কমতে থাকল যে, দুশ্চিন্তায় কেঁদেই ফেলেছিলেন তিনি। মোনালিসার সেই ভিডিও হয়েছিল ভাইরাল। আর এবার সেই মোনালিসাই নতুন জীবনে দিলেন পা।
Post A Comment:
0 comments so far,add yours