অভিনেত্রী স্মিতা পাটিলকে কখনই স্ত্রীয়ের সম্মান দেননি অভিনেতা রাজ বব্বর। এমনকী, সন্তান প্রতীক তাঁর নামের পাশে বব্বর পদবি লিখলেও, বাবার দূরে থেকেই বড় হয়েছেন। স্মিতা ও রাজ বব্বরের সম্পর্কের জটিলতার কারণেই, একসময় অবসাদের নেশার পথে হেঁটেছিলেন প্রতীক।
ছেলের বিয়েতে প্রবেশ নিষেধ বম্বে কাঁপানো নায়কের!
অভিনেত্রী স্মিতা পাটিলকে কখনই স্ত্রীয়ের সম্মান দেননি অভিনেতা রাজ বব্বর। এমনকী, সন্তান প্রতীক তাঁর নামের পাশে বব্বর পদবি লিখলেও, বাবার দূরে থেকেই বড় হয়েছেন। স্মিতা ও রাজ বব্বরের সম্পর্কের জটিলতার কারণেই, একসময় অবসাদের নেশার পথে হেঁটেছিলেন প্রতীক। কিন্তু আজ সময় বদলেছে। নিজেকেও বদলে ফেলেছেন প্রতীক। আর তাই দ্বিতীয়বার বিয়ে করে নতুন করে ফের জীবন শুরু করলেন স্মিতাপুত্র।
খবরে এসেছে, প্রতীকের বিয়েতে পরিবারের সবাই হাজির থাকলেও, হাজির ছিলেন না রাজ বব্বর। সূত্রের খবর, প্রতীক নাকি রাজ বব্বরের পরিবারকে নিমন্ত্রণই করেননি। তবে এই নিয়ে প্রতীক মুখ না খুললেও, মুখ খুলেছেন প্রতীকের স্ত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রিয়া জানালেন, আমাদের দুজনের পরিবারের সবাই উপস্থিত ছিলেন বিয়েতে। প্রতীকের এক আন্টিও ছিলেন। এই আন্টির কাছেই বড় হয়েছে প্রতীক। যাঁরা আমাদের পরিবারের অংশ, তাঁদের আশীর্বাদ নিয়েই আমরা সংসার শুরু করেছি।
প্রিয়া কিন্তু রাজ বব্বরের প্রসঙ্গ না তুললেও, হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন,যে রাজ তাঁদের বিয়েতেই নিমন্ত্রণই পাননি!
এর আগে সন্যা সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০২৩ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এর পরেই প্রিয়াকে মন দিয়েছেন প্রতীক।
প্রিয়া বন্দ্যোপাধ্যায়। বাঙালি কন্যা। বলিউডের সঙ্গে সঙ্গে তামিল, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দারুণ জনপ্রিয় অভিনেত্রী। বেকাবু, হ্যালো মিনি, অসুরা, বারিশ-এর মতো ছবিতে নজর কেড়েছিলেন প্রিয়া। এই মুহূর্তে বেশ কয়েকটি ওয়েব সিরিজের কাজেও ব্যস্ত তিনি।
Post A Comment:
0 comments so far,add yours