ঠোঁটের দীর্ঘ আশ্রয় যে বিপাকে ফেলতে পারে প্রেমিক-প্রেমিকাকে তা আন্দাজ করতে পারলেন দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্তারা। আর তাই তাঁদের জনপ্রিয় চুমু প্রতিযোগিতাকে ঠেলে দিলেন বাতিলের খাতায়!
ঠোঁট যেন 'ফেভিকুইক'! বাধ্য হয়ে বন্ধ চুমু প্রতিযোগিতা



তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো যদিও এ প্রথমবার নয়, চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়।… কবি সুজাতা গঙ্গোপাধ্যায়, তাঁর চুম্বন কবিতায় ঠোঁটের আশ্রয়ের কথা লিখেছিলেন। কিন্তু এই ঠোঁটের দীর্ঘ আশ্রয় যে বিপাকে ফেলতে পারে প্রেমিক-প্রেমিকাদের তা আন্দাজ করতে পারলেন দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্তারা। আর তাই তাঁদের জনপ্রিয় চুমু প্রতিযোগিতাকে ঠেলে দিলেন বাতিলের খাতায়! গিনিসের এই সিদ্ধান্তে স্মৃতিতে ফিরে এল সেই থাইল্যান্ডের যুগলের ৫৮ ঘণ্টা ৩৫ মিনিটের দীর্ঘ রেকর্ড চুমু! বলা ভালো এই চুমু এবং তাঁর কুফলের কারণেই এমনই সিদ্ধান্ত গিনিসের।


ব্যাপারটা একটু খোলসা করা যাক। ১২ ফেব্রুয়ারি, ২০১৩ সাল। ভ্যালেন্টাইনস ডের ঠিক দুদিন আগে রিপ্লেস বিলিভ ইট অর নট, থাইল্যান্ডের পাটায়াতে একটি চুমু প্রতিযোগিতা আয়োজন করেছিল। সেখানেই এক যুগল ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট চুমু খেয়ে রেকর্ড তৈরি করেন।

গিনিসের পক্ষ থেকে জানানো হয়েছে, চুমুতে এই রেকর্ড হওয়ার পর নজরে এসেছে, এই ধরনের প্রতিযোগিতা খুবই ক্ষতিকারক। দেখা গিয়েছে, এই রেকর্ড ভাঙার জন্য বহু যুগলের স্বাস্থ্যের সমস্যা শুরু হয়েছে। অনেকেই শ্বাসকষ্ট, ঠোঁট ও মুখের রোগে আক্রান্ত হচ্ছে। এমনকী, দেখা গিয়েছে, বহু যুগলের মানসিক সমস্যাও তৈরি হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours