ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, "আক্রান্ত ছাত্রীর পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণেই বিজেপি নেতা এমন অত্যাচার করেছে।" যদিও, তৃণমূলের আনা এই অভিযোগ সম্পূর্ণ অভিযোগ খারিজ করেছে বিজেপি। জেলা সহ সভাপতি প্রলয় পাল বলেন, "তৃণমূল এটা নিয়ে মিথ্যা রাজনীতির করছে। পুরো ভিত্তিহীন অভিযোগ। আর যদি আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তা হলে আইন আইনের পথে চলবে।"


নন্দীগ্রাম: টিউশন থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ। ছাত্রী ও তাঁর বাবাকে মারধর। কাঠগড়ায় বিজেপি কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রং কিনিপুর গ্রামের ঘটনা। আক্রান্ত কলেজ ছাত্রীর পরিবার নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগ, গত ১৪ ই ফ্রেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্সডের দিন আনুমানিক সকাল ন’টা নাগাদ ওই ছাত্রী টিউশন পড়তে গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, তখন ওই এলাকারই বছর বত্রিশের এক যুবক তাঁর পথ আটকে দাঁড়ায়। শারীরিক ভাবে মেয়েটিকে হেনস্থা করেন বলে অভিযোগ। মেয়েটির পরনের জামাকাপড় ধরেও টানাটানি করে বলে অভিযোগ।

পরবর্তীকালে মেয়েটি নিজেকে বাঁচাতে চিৎকার করলে তাঁর বাবা বাঁচানোর জন্য ছুটে আসেন। ওই ছাত্রীর বাবা মেয়েকে বাঁচাতে গেলে অভিযুক্ত তার বাবাকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের দাবি, অভিযুক্ত যুবক বিজেপি করেন এলাকায়।

ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “আক্রান্ত ছাত্রীর পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণেই বিজেপি নেতা এমন অত্যাচার করেছে।” যদিও, তৃণমূলের আনা এই অভিযোগ সম্পূর্ণ অভিযোগ খারিজ করেছে বিজেপি। জেলা সহ সভাপতি প্রলয় পাল বলেন, “তৃণমূল এটা নিয়ে মিথ্যা রাজনীতির করছে। পুরো ভিত্তিহীন অভিযোগ। আর যদি আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তা হলে আইন আইনের পথে চলবে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours