মা-ঠাকুরমারা বরাবরই বলে আসেন, করলা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু জানেন কি? করলা রূপচর্চাতেও কাজে আসে! হ্যাঁ, রূপ বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন।
রোজ চুল পড়ছে? ত্বকে বলিরেখা? করলার রসেই দূর হবে সমস্যা



মা-ঠাকুমারা বরাবরই বলে আসেন, করলা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু জানেন কি? করলা রূপচর্চাতেও কাজে আসে! হ্যাঁ, রূপ বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন। করলার রসে রয়েছে এমন কিছু উপাদান, যা কিনা ম্যাজিকের মতো কাজ করে।


করলার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবার। যা কিনা মধুমেহ, কোষ্ঠকাঠিন্য, সর্দিকাশি, হাঁপানি, পেটের রোগ-সহ নানা শারীরিক সমস্যার সমাধান করবে খুব সহজেই। তবে নিয়মিত করলার রস খেলে ত্বকে ব্রন হবে না। করলার রস ব্রনর দাগ দূর করতেও সাহায্য করে। এমনকী, করলার রস নিয়মিত পান করলে যৌবন থাকবে একেবারে হাতের মুঠোয়।

রূপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন,


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours