প্রসঙ্গত উল্লেখ্য, নারকেলডাঙায় একের পর এক ঝুপড়ি পুড়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সমানেই সচিনকে নিয়ে ওঠে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ ওঠে চোর স্লোগানও। মেয়রের সামনেই তাঁরা দাবি করেন, ওই জায়গা কার্যত দখল করে রেখেছেন সচিন।
শো-কজের উত্তর দিলেন সচিন, চিঠিতে কী লিখলেন?
সচিন সিং দিলেন শো-কজের জবাব
আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল নারকেলডাঙার রেলকোয়ার্টার বস্তি। এই ঘটনায় প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সূত্রের খবর, এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শো-কজ নোটিস ধরানো হয় পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংয়ের কাছে। সেই শো-কজের উত্তর দিলেন সচিন।
সূত্রের খবর, সেদিনের ঘটনার বিষয়ে উল্লেখ করে দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে সচিন। তাঁর দ্বারা দল যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাঁর জন্য দুঃখ প্রকাশ করেছে। জানা যাচ্ছে, ক্ষমা চাওয়ার সেই চিঠি ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, নারকেলডাঙায় একের পর এক ঝুপড়ি পুড়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সমানেই সচিনকে নিয়ে ওঠে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ ওঠে চোর স্লোগানও। মেয়রের সামনেই তাঁরা দাবি করেন, ওই জায়গা কার্যত দখল করে রেখেছেন সচিন। ঝুপড়ি করতে নাকি টাকাও নিতেন তিনি। প্রতি ঝুপড়ি পিছু দুই থেকে তিন লক্ষ টাকা নেওয়া হত বলে অভিযোগ সচিনের বিরোধী গোষ্ঠীর লোকজনের। মেয়র চলে যাওয়ার পর নারকেলডাঙা থানার সামনে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার হন সচিন। বিষয়টি কানে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। শো-কজ করা সচিনকে। শুধু তাই নয়, সচিন ও তাঁর বিরোধী গোষ্ঠী পাপ্পু খানকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ধমক দেন তাঁদের। এরপর আজ শো-কজের উত্তর দেন সচিন।
Post A Comment:
0 comments so far,add yours