শেষবারও এই সেক্টর ১৮-এর লেগেছিল আগুন। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্য়ে আবার দাউদাউ করে জ্বলে উঠল মহাকুম্ভের এই 


প্রয়াগরাজ: মহাকুম্ভে ফের আগুন। গত ২৮ দিনে এই নিয়ে চতুর্থবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল মেলা চত্বরে। ইতিমধ্যে, এই আগুনের জেরে পুড়ে গিয়েছে একের পর এক তাঁবু। জানা গিয়েছে, সেক্টর ১৮ ও সেক্টর ১৯-এর মাঝেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।

শেষবারও এই সেক্টর ১৮-তে লেগেছিল আগুন। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্য়ে আবার দাউদাউ করে জ্বলে উঠল মহাকুম্ভের এই এলাকা। তবে কীভাবে ঘটল এই অগ্নিসংযোগ, সেই প্রসঙ্গে এখনও জানা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে খবর, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে ধেয়ে আসে দমকল বাহিনী। আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি। হতাহতের কোনও ঘটনা ঘটেনি বললেই চলে।

তবে পরিস্থিতি সামাল দিতে শুধুই দমকল বাহিনীই নয়। এলাকায় পৌঁছে গিয়েছে, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলার দলও। জানা গিয়েছে, কোনও হতাহতের ঘটনা না ঘটলেও, আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তার জেরে জ্বলে যায় একের পর এক তাঁবু।


গত সপ্তাহেও শঙ্কারাচার্য মার্গে একই রকম লাগে আগুন। জ্বলে যায় মোট ২০টির কাছাকাছি তাঁবু। তখনই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে যায় ছুটে যায় দমকল বাহিনী। উল্লেখ্য, প্রয়াগরাজের বুকে এই মেলা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই লাগে প্রথম আগুন। মহাকুম্ভের একটি ব্রীজের নীচে রান্নার সিলিন্ডার ফেটে ঘটে অগ্নিসংযোগ। ভয়বহতা বাড়ে, ওই ঘটনার প্রভাব হিসাবে আরও কয়েকটি তাঁবুতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফাটলে।

প্রসঙ্গত, আসন্ন ২৬ তারিখ পর্যন্ত চলবে মহাকুম্ভ। হাতে পড়ে আর কয়েকটা দিন। আর সময় ফুরিয়ে আসায় এই অপরাহ্ন বেলাতেই যেন মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। সরকারি সূত্রে খবর, সকল রেকর্ড ভেঙে ইতিমধ্যে গত সপ্তাহ অবধি ৫০ কোটি পুণ্যার্থীর পুণ্য ডুব দিয়েছেন মহাসঙ্গমে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours