ঠিক এরই মাঝে কুম্ভমেলায় ডুব দিলেন, বিজয়। সঙ্গে ছিলেন তাঁর মা। খালি গায়ে, গেরুয়া বসনে, পুণ্যস্নান সারলেন দক্ষিণী তারকা।



রশ্মিকার প্রেমে হাবুডুবু খেয়ে মহাকুম্ভে ডুব বিজয় দেবেরাকোন্ডার! বিয়ের প্রস্তুতি শুরু?



মোটামুটি গত কয়েকমাসে রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে যা যা খবর ভাইরাল হয়েছে, তা থেকে বোঝাই গিয়েছে, শেষমেশ রশ্মিকার গলাতেই মালা দেবেন বিজয়। কয়েকদিন আগে তো বিজয়কে ইঙ্গিত করে প্রেমের কথা স্বীকারও করে নিয়েছেন রশ্মিকা। তা মিঞা, বিবি যখন রাজি, তখন তো নিন্দুকরা মুখে কুলুপ আঁটবেনই। ঠিক এরই মাঝে কুম্ভমেলায় ডুব দিলেন, বিজয়। সঙ্গে ছিলেন তাঁর মা। খালি গায়ে, গেরুয়া বসনে, পুণ্যস্নান সারলেন দক্ষিণী তারকা। আর সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই রটে গেল, রশ্মিকার সঙ্গে বিয়ের প্রস্তুতির শুরুতেই নাকি পুণ্যস্নান সারলেন নায়ক।


বেশ কয়েক বছর ধরেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় রশ্মিকা আর বিজয় দেবেরাকোন্ডার বিয়ে, সহবাসের গল্প। এই নিয়ে নানা খবর রটে গেলেও, বিজয় কিন্তু চুপই থাকেন। তবে এতকিছু রটলেও, সম্প্রতি বিয়ে নিয়ে বিজয় একবার বলেছিলেন, ‘এসব গুঞ্জন বন্ধ হোক!’

নতুন ছবির প্রচারে এসে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই বিজয় কিন্তু বিরক্তির সুরে জানালেন, ‘বিয়ে বা সহবাসের কোনও পরিকল্পনা নেই। জানি না এসব কীভাবে রটেছে। সংবাদমাধ্যম পারলে প্রত্যেক বছরই আমাকে বিয়ে দেয়। আপাতত আমি শুধুই কেরিয়ার নিয়ে ভাবছি।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours