বিয়েবাড়ি মানেই খুশি, হইহুল্লোড়। নাচ, গান, আনন্দে কটা দিন কেমন করে কেটে যায় অনেকে বুঝতেই পারেন না। আর সেই আনন্দ এক নিমেষে দুঃখে পরিণত হলে, রীতিমতো শোকের ছায়া হঠাৎ নেমে আসে।



দিদির বিয়েতে হুল্লোড়, নাচের মাঝেই মঞ্চে লুটিয়ে পড়লেন তেইশের তরুণী; পরিণীতার চরম পরিণতি
ভিডিয়ো: দিদির বিয়েতে হুল্লোড়, নাচের মাঝেই মঞ্চে লুটিয়ে পড়লেন তেইশের তরুণী; পরিণীতার চরম পরিণতি


বিয়েবাড়ি মানেই খুশি, হইহুল্লোড়। নাচ, গান, আনন্দে কটা দিন কেমন করে কেটে যায় অনেকে বুঝতেই পারেন না। আর সেই আনন্দ এক নিমেষে দুঃখে পরিণত হলে, রীতিমতো শোকের ছায়া হঠাৎ নেমে আসে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক তরুণী দিদির বিয়েতে সঙ্গীত অনুষ্ঠানে নাচ করছিলেন। হঠাৎ করেই মঞ্চে নাচতে নাচতে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে সেখানে উপস্থিত বাকিরা বুঝতে পারেননি কী হয়েছে। পরে বোঝা যায় ওই তরুণীর মৃত্যু হয়েছে।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ। সেই তরুণীর নাম পরিণীতা জৈন। তিনি ইন্দোরের বাসিন্দা। বিদিশায় তিনি শনিবার দিদির বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সঙ্গীত অনুষ্ঠানে ‘শারারা শারারা’ গানের তালে নাচছিলেন তিনি। হঠাৎ করেই মঞ্চে মুখ থুবড়ে পড়ে যান। এরপর যখন সেখানে উপস্থিত বাকিরা দেখেন যে আর নড়াচড়া করছেন না পরিণীতা। তারপর সঙ্গে সঙ্গে পরিণীতাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।


এমবিএ-তে স্নাতক করেছেন পরিণীতা। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গীতের অনুষ্ঠানে তিনি নাচ করতে করতে মঞ্চে পড়ে যান। তাঁর পরিবারের একজন চিকিৎসক। তিনি পরিণীতাকে প্রথমে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তাতে কোনও সাড়া পাওয়া যায়নি। বছর ২৩ এর পরিণীতার মৃত্যুতে বিয়েবাড়ির মতো আনন্দ উৎসবেও শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, ১২ বছর বয়সে তাঁর ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এ বার কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ হারালেন পরিণীতা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours