বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৯ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার্থীর বাড়িতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পৌঁছে দিতে হবে। সঙ্গে স্কুলগুলির জন্য জরিমানাও ধার্য করা হয়েছে।
এবার নড়েচড়ে বসল পর্ষদ, মাধ্যমিকের অ্য়াডমিট বিভ্রাটে কত টাকা করে খসছে জানেন
ফাইল ছবি
হাইকোর্টের নির্দেশের পরই তৎপর হল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। অ্যাডমিট না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনেক ছাত্র-ছাত্রী। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অথচ ৪ দিন আগেও হাতে নেই অ্যাডমিট কার্জ। জীবনের প্রথম বড় পরীক্ষার আগেই এমন বিভ্রাটে দিশেহারা হয়ে পড়ে পড়ুয়ারা। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুলে দেওয়া হল মাধ্যমিক শিক্ষা পর্ষদের পোর্টাল।
দুপুরে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর নির্দেশিকা জারি করেছে পর্ষদ। সেখানে জানানো হয়েছে আগামিকাল, শুক্রবার বেলা ২ টো পর্যন্ত পোর্টাল খোলা রাখবে পর্ষদ। ওই পোর্টালে আবেদন জানাবে সংশ্লিষ্ট স্কুলগুলি। তারপর পর্ষদের অফিস থেকে অ্য়াডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেবে স্কুল। তবে স্কুলের গাফিলতি অ্য়াডমিট কার্ড নিয়ে বিভ্রাট তৈরি হওয়ায় জরিমানা ধার্য করেছে হাইকোর্ট।
পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে, পড়ুয়া প্রতি ১৫ হাজার ১৮৫ টাকা করে পর্ষদকে দেবে স্কুল। এর মধ্যে জরিমানা হিসেবে পড়ুয়া পিছু ১০,০০০ টাকা করে দিতে হবে, ৫ হাজার টাকা করে লেট চার্জ দিতে হবে ও ১৮৫ টাকা করে এনরোলমেন্ট ফি। অ্য়াডমিট কার্ড সংগ্রহ করার সময় নগদে বা ইউপিআই-এর মাধ্যমে ওই টাকা জমা দেবে স্কুল।
অভিযোগ উঠেছিল, অনেক স্কুলের ভুলে অ্যাডমিট পায়নি পড়ুয়ারা। টেস্টে পাশ করেনি এমন পড়ুয়ার হাতে চলে এসেছে অ্য়াডমিট কার্ড, অথচ যাদের পরীক্ষায় বসার কথা, তাদের কাছে অ্য়াডমিট পৌঁছয়নি। সেই অভিযোগে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ দেন।
Post A Comment:
0 comments so far,add yours