সবজির বীজ দিয়ে তৈরি করা দুর্গা প্রতিমার দেখা মিলবে এবার পুজোয় গঙ্গাসাগরে
দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত একটি দ্বীপ সেটি হলো সাগরদ্বীপ, সেই সাগরদ্বীপের গোবিন্দপুরে এবার ২০২৪ এর দূর্গা পুজোতে গোবিন্দপুর লিটিল স্টার সংঘের দুর্গো পূজো মণ্ডপে দেখা মিলবে বিভিন্ন ধরনের সবজির বীজ দিয়ে তৈরি করা দুর্গা প্রতিমা। গোবিন্দপুর লিটল স্টার সংঘের এই দুর্গা প্রতিমা নামখানার একজন সুদক্ষ শিল্পী দীপক মাইতি তিনি
তার নিজের হাতের ছোঁয়ায় দুর্গা প্রতিমাটি গড়েছেন, তাই ৩০ শে সেপ্টেম্বর সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থেকে ট্রলারে করে ওই সবজির বীজ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা নিয়ে আসা হলো সাগরের গোবিন্দপুর খেয়া ঘাটে এরপর ওই খেয়াঘাট থেকে বাজনা বাজিয়ে রোড শো করে দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হলো লিটিল স্টার সংঘের দুর্গা পূজো মন্ডপে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে,
এদিন ওই বিষয়ে লিটল স্টার সংঘের সভাপতি রামকৃষ্ণ মন্ডল আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন।
এদিন ওই বিষয়ের নামখানার প্রতিমা শিল্পী দীপক মাইতি আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours