মুড়ি গঙ্গা নদীর বাঁধে বড় বড়ো সড় ধস আতঙ্কে গ্রামবাসীরা।
লট নম্বর আটের মুড়িগঙ্গা নদী বাঁধে ধস রাতেই গ্রামে ঢুকছে নোনা জল । আতঙ্কিত মানুষ জন। পূর্ণিমার কোটালের জেরে নদী ও সমুদ্রে জল অনেক টাই বেড়েছে। যার জেরে গতকাল রাতে হটাৎ ধস নেমে লট নম্বর আট এলাকায় নোনা জল ঢুকছে গ্রামে ।
যার জেরে গ্রামের পুকুর রাস্তা ঘাট একেবারে জলের তোলায় চলে গিয়েছে। দ্রুত ব্যাবস্থা গ্রহন না করলে এই বারে বাড়ি ঘরে ঢুকে পড়বে নোনা জল। গ্রামবাসীদের দাবি যেহেতু পূর্ণীমার কোটাল চলছে এখনও দুই দিন নদীর জল বাড়বে সে ক্ষেত্রে এই বাঁধে ধস বিশাল আকার ধারণ করবে । দ্রুত প্রশাসন ব্যস্ত গ্রহন করুক।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours