যতদিন গড়েছে ততই যেন প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে শহর থেকে গ্রামে, সিনেমা পাড়া থেকে ছাত্র-ছাত্রীরা দিকে দিকে চলছে প্রতিবাদের মিছিল। সবার মুখে একটাই নাম জাস্টিস ফর আরজি কর।
এমনই এক চিত্র উঠে এলো।
আজ অর্থাৎ বুধবার দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পশ্চিম অমরাবতী থেকে কয়লাঘাটা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ABVPছাত্র সংগঠন। আজ পশ্চিম অমরাবতী থেকে কয়লাঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত শতাধিক ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল করে। কয়লাঘাটা বাসস্ট্যান্ডে এসে অভয়ার আত্মার চিরশান্তি কামনায় ফ্লাসলাইট জ্বালিয়ে নীরবতা পালন করে। তাদের একটাই দাবি যে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
এই বিষয়ে ABVP ছাত্র সংগঠনের রাজ্যের জয়েন্ট সেক্রেটারি শিল্পা মন্ডল বলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও তিনি মহিলাদের সম্মান রক্ষা করতে পারেননি, কাকদ্বীপ থেকে কামদুনি, সন্দেশখালি প্রতিটি জায়গায় নারীরা যেভাবে ধর্ষিতা হচ্ছেন এবং তিনি ধর্ষিতাদের যেভাবে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এর পাশাপাশি তিনি পুলিশ মন্ত্রীও এই ঘটনার তদন্ত থেকে হাত তুলে নিয়েছেন তাই এই ব্যর্থ মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি উনি অবিলম্বে পদত্যাগ করুন না হলে আমরা নবান্ন ঘেরাও করে ওনাকে নবান্ন থেকে টেনে নিচে নামাবো।
সেই ছবি আপনারা দেখছেন কাকদ্বীপ ডট কম মাধ্যমে
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours